রোববার (২ এপ্রিল) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে বাবু বলেন, ‘দু’ একজন ফোন করে বলেছেন ছবিটি দেখে তাদের ভালো লেগেছে। মাত্র তো দু’দিন গেলো, আশা করি আরও বেশি দর্শকের কাছে যাবে ছবিটি।
একইদিনে (৩১ মার্চ) বাবুর ছবির সঙ্গে দুই সময়ের দুই নায়ক ইলিয়াস কাঞ্চন ও বাপ্পির (হঠাৎ দেখা ও সুলতানা বিবিয়ানা) পৃথক ছবি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে বাবু বললেন, ‘আমি তো নায়ক নই, অভিনেতা। এটা বেশ ইতিবাচক ঘটনা। ভিন্ন রুচির ছবিগুলো দর্শক দেখতে পাচ্ছেন। পোশাকি ছবির বাইরে জীবন ঘনিষ্ট ছবিগুলোও যে দর্শক টানছে এটা তারই প্রমাণ। আমাদের দর্শকদের রুচির পরিবর্তন হচ্ছে। ’
উদাহরণ টেনে বাবু আরও বলেন, ‘বিশ্বজুড়েই নায়করা এখন অভিনেতা হচ্ছেন, হওয়ার চেষ্টা করছেন। এটাও ভালো দিক। আমির খানকেই দেখুন। পোশাকি ছবির নায়ক হয়েও তিনি কীভাবে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙছেন। আমাদের এখানেও এই ট্রেন্ড শুরু হয়েছে। বিষয়টিকে আমি খুব ভালোভাবে দেখছি। ’
ফজলুর রহমান বাবু ‘অজ্ঞাতনামা’ ছবিটির উদাহরণ টেনে জানান, এটি হলে বেশি সংখ্যক দর্শক টানতে না পারলেও সর্বমহলে প্রশংসিত হয়েছে। এর অর্থ দর্শক গ্লামার, নাচ, গান এসবের বাইরের ছবি দেখতে চায়। বাবু ‘আয়নাবাজি’র প্রসঙ্গেও একই কথা জানালেন।
বাবু আরেকটি বিষয় উল্লেখ করে বলেন, ‘মিডিয়ার (নাটক) নির্মাতারা এখন চলচ্চিত্রে ভালো করছেন। তাদের অংশগ্রহণও বেড়েছে। একইদিনে দু’জন নাট্য পরিচালকের মিজানুর রহমান লাবু (নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার) ও হিমেল আশরাফের (সুলতানা বিবিয়ানা) ছবি মুক্তির ঘটনাও বেশ ইতিবাচক। ’
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসও