দক্ষিণের জনপ্রিয় প্লেব্যাক সংগীতশিল্পী এলভি রেভান্ত। পাশাপাশি টলিউডেও শোনা যায় তার গান।
তিনি আরও বলেছেন, ‘আমার অনেক বড় একটি স্বপ্ন রয়েছে যা শুধু বলিউড পূরণ করতে পারবে। কারণ আমার এক চোখে বলিউড অন্য চোখে টলিউড। কিন্তু আমি আমার শুরুটা হিন্দি কাজ দিয়ে করতে চাই। ’
চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে আসেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, রাভিনা ট্যান্ডন, বোমান ইরানি, আরশাদ ওয়ারসি ও কৌতুকাভিনেতা সুনীল গ্রোভার।
১৯৯০ সালের ১০ ফেব্রুয়ারি আন্ধ্রা প্রদেশের সিকাকুলাম জেলায় জন্মগ্রহন করেছিলেন রেভান্ত। তার আসল নাম লোল্লা ভেনকাটা রেভান্ত কুমার শর্মা। প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলার পর হায়দ্রাবাদে চলে আসেন তিনি। ইন্ডিয়ান আইডল ছাড়াও বিভিন্ন পুরস্কার ঘরে তুলেছেন রেভান্ত। এমনকি আইফা অ্যাওয়ার্ডে সেরা প্লেব্যাক সংগীতশিল্পীর পুরস্কার গ্রহণ করেছেন তিনি।
‘বাহুবলী’ ছবির ‘মনোহরি’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
বিএসকে