ছবি: সংগৃহীত
বিষয়ভিত্তিক গানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রগণ্য। এরপর বহুবিচিত্র গান বেঁধেছেন যিনি, তিনি কবীর সুমন। গীতিকবিরা তাদের গানে যুগ যুগ ধরে ‘বৃষ্টি’ বা ‘বর্ষা’ বন্দনা করছেন। এ ধারা বুঝি চলতেই থাকবে! এবার বর্ষার আগেই পহেলা বৈশাখে শ্রোতারা শুনতে পাবেন বৃষ্টিবিষয়ক নতুন কিছু গান।
তরুণ সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা তৈরি করেছেন মিশ্র অ্যালবাম ‘বাদলের ঋণ’। বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ সামনে রেখে জি সিরিজের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে মৌলিক বৃষ্টির গানের এই অ্যালবাম।
এতে গান গেয়েছেন আটজন শিল্পী। এর মধ্যে দু’জন ওপার বাংলার। শিল্পীরা হলেন— নিশীতা, নওরিন, মুহিন খান, সাব্বির জামান, সুমিত, প্রিয়াঙ্কা এবং তানিয়া পাল ও সাকি ব্যানার্জী (কলকাতা)।
রাজন সাহা বাংলানিউজকে জানান, বছর খানেক সময় নিয়ে তিনি ‘বাদলের ঋণ’ অ্যালবামটি গুছিয়েছেন। একই বিষয়ের এতোগুলো বিচিত্র লিরিক খুঁজে পেতে সময় লেগেছে তার। গানগুলো লিখেছেন আতিউর রহমান, লুৎফর হাসান, ইশতিয়াক আহমেদ, এনাম বাবু, জীবন ফারুকী, হামিদুর রহমান সোহেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।