রোববার (২ এপ্রিল) লুধিয়ানা পুলিশ জানান, গত বছর একটি অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। এতে বাল্মীকি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো।
অভিযোগে বলা হয়েছে, বাল্মীকি সম্প্রদায় ও ঋষি বাল্মীকি অনুসারীদের আঘাত করেছেন রাখি। সে অভিযোগের ভিত্তিতে ৯ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাটি জারি করা হয়।
এ প্রসঙ্গে লুধিয়ানার এক পুলিশ কর্মকর্তা জানান, ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা নিয়ে লুধিয়ানার দু’জন পুলিশ সদস্য মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, পুলিশি তলব পাঠানো সত্ত্বেও ৯ মার্চ রাখি আদালতে হাজির হননি। এ কারণে ১০ এ্রপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
বিএসকে/এসও