ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিশোরী আমনকার কে ছিলেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
কিশোরী আমনকার কে ছিলেন কিশোরী আমনকার

২০১৪ সালে ঢাকার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে অংশ নিয়েছিলেন শাস্ত্রীয় সংগীতের অন্যতম কণ্ঠশিল্পী কিশোরী আমনকার। তার সেই পরিবেশনা এখানকার দর্শক-শ্রোতাদের স্মৃতিতে রয়ে গেছে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের সেই শিল্পী আর নেই। ৮৪ বছর বয়সে প্রাণ হারালেন কিশোরী। কে ছিলেন  এই কিশোরী আমনকার?

কিশোরী সাক্ষাৎকার দিতে পছন্দ করতেন না। তার মতে, এটা সময়ের অপচয়।

এতে রেওয়াজে ব্যাঘাত ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই বলেছিলেন তিনি।

সংগীতজীবনে কিশোরী কিছু ব্যাপারে ‘নিজস্বতা’ ধরে রাখতেন। বেশি সংখ্যক শো করতে হবে এমনটা মনে করতেন না তিনি। উপযুক্ত মঞ্চ বা শ্রোতা পাওয়া যাবে না, এমন বিবেচনা করে দেশের বাইরের অধিকাংশ শো’র প্রস্তাব ফিরিয়ে দিতেন কিশোরী।

১৯৩২ সালে ১০ এপ্রিল পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পদকপ্রাপ্ত এই শিল্পীর জন্ম। তার মা মোগুবাই কুরদিকারও ছিলেন বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী। মায়ের হাতেই সংগীতের হাতেখড়ি কিশোরীর। তিনি তৈরি করেছিলেন শাস্ত্রীয় সংগীতে তার নিজস্ব ধারা।  

কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেন কিশোরীকে মূল্যায়ন করেছেন এভাবে, ‘তার সংগীত (রাগ) চিত্রকলার মতো, জীবনের সবকিছু পরিপূর্ণভাবে বর্ণনা করে। তার সুরে পাওয়া যায় মহান সুখ-দুঃখ-হতাশা-ক্ষোভ প্রভৃতির নির্যাস। ’

একটি পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কিশোরী আমনকার ও জাকির হোসেনকৃতী শিল্পী কিশোরী আমনকারের মৃত্যুতে বলিউডের সংগীত ও চলচ্চিত্রের তারকারা শোকবার্তা দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম লতা মঙ্গেশকর।  

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৩ এপ্রিল রাতে ভারতের মুম্বাইয়ে তার নিজ বাড়িতে মারা গেছেন এ শিল্পী। কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কিশোরী।

* কিশোরী আমনকার-এর পরিবেশনা: 

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।