বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হবে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য ‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’।
‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১৭’ শীর্ষক এই অনুষ্ঠানে দেখানো হবে ১২টি নাটক। উদ্বোধনী দিন জাতীয় নাট্যশালার মূল হলে থাকছে প্রাচ্যনাটের ‘কইন্যা’ ও পরীক্ষণ থিয়েটার হলে রয়েছে বটতলার ‘ক্রাচের কর্নেল’। আসরে প্রদর্শিত হবে আয়োজক দলের দুই নাটক ‘গহনযাত্রা’ ও ‘কাল রাত্রি’। এ ছাড়া ভারতের দল কার্টেন কলের নাটক ‘পড়শি বসত করেন’ দেখানো হবে উৎসবের দ্বিতীয় দিন।
৭ এপ্রিল মূল হলে ভারতের একই দল মঞ্চায়ন করবে ‘অন্তবিহীন’। এদিন পরীক্ষণ হলে দেখানো হবে ময়মনসিংহের দল অন্বেষা থিয়েটারের নাটক ‘ভানু সুন্দরী’। ৮ ও ৯ পরীক্ষণ থিয়েটার হলে দেখানো হবে পদাতিকের নাটক ‘কাল রাত্রি’ ও থিয়েটার আর্ট ইউনিটের ‘আমেনা সুন্দরী’।
১০ এপ্রিল মূল হলে প্রদর্শিত হবে আরণ্যক নাট্যদলের নতুন প্রয়াস ‘দি জুবলী হোটেল’ এবং বাতিঘরের ‘ঊর্ণাজাল’। সমাপনী দিনে থাকছে নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘ক্রীতদাসের হাসি’ এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘শিখন্ডী কথা’। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রয়াত শিল্পী এসএম সোলাইমানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। সম্মাননা জানানো হবে নাট্য ব্যক্তিত্ব লাকী ইনামকে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা প্রদান করা হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, নাট্যজন মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসও