ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেমস বন্ড হয়ে ফিরছেন ড্যানিয়েল ক্রেগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
জেমস বন্ড হয়ে ফিরছেন ড্যানিয়েল ক্রেগ ড্যানিয়েল ক্রেগ (ছবি: সংগৃহীত)

‘কাচের টুকরো দিয়ে বরং কবজি কেটে ফেলবো। তবুও আর জেমস বন্ড হয়ে পর্দায় ফিরবো না।’ ২০১৫ সালে স্যাম মেন্ডেস পরিচালিত ‘স্পেক্টর’-এ চতুর্থবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয়ের পর এমনটাই জানিয়েছিলেন ড্যানিয়েল ক্রেগ।  

তবে শোনা যাচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন করে জেমস বন্ড সিরিজের আরও একটি ছবিতে অভিনয়ের সম্মতি জানিয়েছেন হলিউডের এই অভিনেতা। এজন্য তাকে রাজি করিয়েছেন প্রযোজক বারবারা ব্রকোলি।

২০১৬ সালে মঞ্চ নাটক ‘ওথেলো’ প্রযোজনা করেছেন বারবারা ব্রকোলি। এতে অভিনয় করেছেন অভিনেতা-প্রযোজক ডেভিড ওয়েলোও ও ড্যানিয়েল ক্রেগ। ‘ওথেলো’ ভালো সাড়া ফেলায় ভীষণ খুশি ড্যানিয়েল। তারপরই না-কি সিদ্ধান্ত পরিবর্তন করার চিন্তা করেন তিনি।

এ প্রসঙ্গে হলিউডের একটি সূত্র জানান, ‘ওথেলো’ ভালো সাড়া ফেলায় ড্যানিয়েল খুবই খুশি হয়েছেন। এখন বারবারার সঙ্গে ড্যানিয়েলের কথা ঠিক মতোই এগোচ্ছে। চিত্রনাট্যকার হিসেবে তাদের চিন্তায় রয়েছেন নিল পুরভিস এবং রবার্ট ওয়েড। ড্যানিয়েল রাজি হলে খুব শিগগিরই তারা প্রোডাকশনের কাজ শুরু করবেন।

ওই সূত্রে আরও জানানো হয়, জেমস বন্ড চরিত্রের জন্য টম হিডলস্টোনকে পছন্দ নয় বারবারার। তার মতে, টম জেমস বন্ড চরিত্রের জন্য উপযুক্ত নন।

২০০৬ সাল থেকে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ক্রেগ। ওই বছর মুক্তি পায় বন্ড সিরিজের ছবি ‘ক্যাসিনো রয়েল’। এরপর তৈরি হয়েছে ‘কোয়ান্টাম অব সোল্যাস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) এবং ‘স্পেক্টর’ (২০১৫)।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।