ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফাঁসালেন সারিকা, উদ্ধার করলেন পূর্ণিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ফাঁসালেন সারিকা, উদ্ধার করলেন পূর্ণিমা পূর্ণিমা ও সারিকা, ছবি: বাংলানিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পূর্ণিমা দারুণ উদাহরণ তৈরি করলেন। তাৎক্ষণিক প্রস্তাবে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মডেল-অভিনেত্রী সারিকার ফাঁসিয়ে দেওয়া শিডিউলে কাজ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী সারিকা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া ত্যাগ, ফিরে আসা— সব মিলিয়ে তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন।

নতুন করে আবারও বিজ্ঞাপনের শিডিউল ফাঁসিয়ে বিতর্কের মুখে পড়লেন সারিকা।

বুধবার (৫ এপ্রিল) দিনভর মানিকগঞ্জে রাঙাপরী মেহেদির বিজ্ঞাপনে অংশ নেওয়ার কথা ছিলো সারিকার। সবকিছুই চূড়ান্ত ছিলো। সারিকার সঙ্গে কথা ছিলো আগের দিন (মঙ্গলবার) সন্ধ্যায় ইউনিটের গাড়িতে তিনি মানিকগঞ্জ যাবেন। পরদিন রিহার্সেলের পর ভোর ছয়টায় শুটিং করা হবে। রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। লোকসানের ভয়ে রাঙাপরী মেহেদির সত্বাধিকারী মাসুম সরকার নায়িকা পূর্ণিমাকে চূড়ান্ত করেন।  

বিজ্ঞাপনটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বাংলানিউজকে বললেন, ‘আমি যেসব তারকাকে নিয়ন্ত্রণ করতে পারবো বলে মনে করি, তাদের দায়িত্ব নিই। সারিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো ক্লায়েন্টের পক্ষ থেকে। তাকে বাদ দেওয়ার বিষয়টিও তাদের সিদ্ধান্ত। এতে আমার হাত নেই। ’

এদিকে এ ঘটনার পর সারিকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘শুটিং সেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টার বেশি সময় লাগে আমার বাসা থেকে) যাওয়া এবং সেখানে আগের দিন ও রাতে তার সাথে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখান করা কি কোনো অপরাধের কথা হতে পারে? এটা কি পেশাদারিত্ব?’

সারিকার এই অভিযোগ ভিত্তিহীন আর দায় এড়ানো বলে উল্লেখ করেছেন রাঙাপরী মেহেদি তথা মুসলিম কসমেটিকসের চেয়ারম্যান মাসুম সরকার। তিনি জানান, সারিকা শেষ সময়ে কাজটি করার জন্য নিজে থেকেই যোগাযোগ করেন। ততক্ষণে পূর্ণিমাকে চূড়ান্ত করা হয়ে গেছে।

রাঙাপরীর এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে। বিজ্ঞাপনে পূর্ণিমার সঙ্গে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।