ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের মঞ্চে ‘নদ্দিউ নতিম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ভারতের মঞ্চে ‘নদ্দিউ নতিম’ ছবি: সংগৃহীত

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে ‘নদ্দিউ নতিম’ নাটকটি দেশের দর্শকের মন জয় করেছে। মঞ্চে আসার পর থেকে এটি নিয়মিত প্রদর্শিত হচ্ছে। এবার দেশের বাইরের দর্শক উপভোগ করবেন নাটকটি। ভারতের আসাম ও ত্রিপুরায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘নদ্দিউ নতিম’। এটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা।

শুক্রবার (৬ এপ্রিল) ভারতের উদ্দেশ্যে যাত্রা করছে দলটি। ৯ এপ্রিল আসামের গৌহাটিতে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র ও ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র ভবনে ‘নদ্দিউ নতিম’-এর মঞ্চায়ন হবে।

৫ সদস্যের দলটি ১৩ এপ্রিল দেশে ফিরবে।

‘নদ্দিউ নতিম’ রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসংগীত নিয়ন্ত্রণ সোহেল খান।

২০১৫ সালের অক্টোবরে ‘নদ্দিউ নতিম’-এর উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম প্রদর্শনীতেই নাটকটি প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।