শুক্রবার (৬ এপ্রিল) ভারতের উদ্দেশ্যে যাত্রা করছে দলটি। ৯ এপ্রিল আসামের গৌহাটিতে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র ও ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র ভবনে ‘নদ্দিউ নতিম’-এর মঞ্চায়ন হবে।
‘নদ্দিউ নতিম’ রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসংগীত নিয়ন্ত্রণ সোহেল খান।
২০১৫ সালের অক্টোবরে ‘নদ্দিউ নতিম’-এর উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম প্রদর্শনীতেই নাটকটি প্রশংসিত হয়।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসও