ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তাহসানের ‘বিভেদ’ কেন দেখবেন? (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
তাহসানের ‘বিভেদ’ কেন দেখবেন? (ভিডিও) তাহসান খান (ছবি: সংগৃহীত)

গান গাওয়া, নাটকে অভিনয়— সাফল্যের সঙ্গে সবই করছেন তাহসান। দুই মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। ইদানীং স্বল্পদৈর্ঘ্য ছবিতেও নজর কেড়েছেন তাহসান। ‘বিভেদ’ তারই উদাহরণ।

‘বিভেদ’কে বলা হচ্ছে থট ফিল্ম বা চ্যারিটি ফিল্ম। একজন সেলিব্রেটি ও একজন সাধারণ মানুষের গল্প তুলে ধরা হয়েছে এতে।

ছবিটিতে তাহসান নিজের চরিত্রেই অভিনয় করেছেন। ৬ এপ্রিল আন্ডারগ্রাউন্ট ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এটি। এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ১০ হাজার বার।

ছবিটির নির্মাতা মাবরুর রশীদ বান্না জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছবিটি তৈরি করেছেন তিনি। মানুষকে সুন্দর কাজে আহবান জানানোই এর উদ্দেশ্য। এমন অনেক তারকা আছেন যারা ব্যক্তি জীবনে নানাভাবে সহযোগিতা করেন সাধারণ মানুষকে। এই ছবিটি দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন।

প্রায় দশ মিনিট ব্যাপ্তির ‘বিভেদ’-এর শেষাংশে পর্দায় হাজির হন বান্না। তিনি জানান, ‘ওয়ান শেয়ার ইকুয়েল টু ওয়ান চ্যারেটি’। কীভাবে? এই ছবিটি দেখার মাধ্যমেই দর্শকরাও চ্যারিটিতে অংশ নিতে পারছেন। এর জন্য প্রয়োজন একটি শেয়ার। এভাবে ‘বিভেদ’-এর মাধ্যমে ইউটিউব থেকে যে অর্থ আসবে, সেটি ব্যয় করা এক বা একাধিক দুঃস্থ মানুষের কল্যাণে।
 
* দেখুন তাহসানের ‘বিভেদ’:

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।