‘বিভেদ’কে বলা হচ্ছে থট ফিল্ম বা চ্যারিটি ফিল্ম। একজন সেলিব্রেটি ও একজন সাধারণ মানুষের গল্প তুলে ধরা হয়েছে এতে।
ছবিটির নির্মাতা মাবরুর রশীদ বান্না জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছবিটি তৈরি করেছেন তিনি। মানুষকে সুন্দর কাজে আহবান জানানোই এর উদ্দেশ্য। এমন অনেক তারকা আছেন যারা ব্যক্তি জীবনে নানাভাবে সহযোগিতা করেন সাধারণ মানুষকে। এই ছবিটি দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন।
প্রায় দশ মিনিট ব্যাপ্তির ‘বিভেদ’-এর শেষাংশে পর্দায় হাজির হন বান্না। তিনি জানান, ‘ওয়ান শেয়ার ইকুয়েল টু ওয়ান চ্যারেটি’। কীভাবে? এই ছবিটি দেখার মাধ্যমেই দর্শকরাও চ্যারিটিতে অংশ নিতে পারছেন। এর জন্য প্রয়োজন একটি শেয়ার। এভাবে ‘বিভেদ’-এর মাধ্যমে ইউটিউব থেকে যে অর্থ আসবে, সেটি ব্যয় করা এক বা একাধিক দুঃস্থ মানুষের কল্যাণে।
* দেখুন তাহসানের ‘বিভেদ’:
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসও