সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ছবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শাহরুখ খান। আর সেখানে ‘দিলওয়ালে’খ্যাত এই তারকাকে প্রশ্ন করা হয়, অভিনয় ক্যারিয়ার নিয়ে কখনো নিরাপত্তাহীনতায় ভুগেছেন কিনা?
উত্তরে বলিউড কিং জানান, ‘আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগিনি।
তিনি আরও বলেন, ‘আমার প্রধান লক্ষ্য, আপনি যখন প্রেক্ষাগৃহে আড়াই ঘণ্টা থাকবেন তখন আপনার মনের অবস্থা পরিবর্তন করা। যখন আপনি প্রেক্ষাগৃহ থেকে বের হবেন তখন বলবেন- গত দুই ঘণ্টা এটা আমাকে মগ্ন রেখেছে। সেটা সুখ, দুঃখ অথবা তীব্র চিন্তায় হোক না কেন। এর বাইরে আমার আর কোনো নিরাপত্তাহীনতা নেই। আমার নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। একটি ছবি হয়তো খারাপ করে কিন্তু অনেক ছবিই রয়েছে যেগুলো ভালো ব্যবসা করে। হ্যাঁ, আপনি যখন লক্ষ্য করবেন, ভাসা ভাসা কিছু কথা আপনার কানে আসবে। কিন্তু আমার ক্যারিয়ার শেষ এ কথা আমি গত ২২ বছর ধরে শুনে আসছি। সবাই এটি বলে কিন্তু তারা জানে না এক অভিনেতা বা অভিনেত্রীর উদ্দেশ্য থাকে দর্শককে বিনোদন দেওয়া। আমার ছবি মুক্তি পেলেই আমি খুশি। যদি তারা পছন্দ করে তাহলে সেটি ভালো ব্যবসা করে। আর যদি পছন্দ না করে তাহলে আমি ভেবে নিই, আমাকে দেওয়া আপনার আড়াই ঘণ্টা সময়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছি। ’
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
বিএসকে