অনুপম রায় ও ইমন চক্রবর্তী (ছবি: সংগৃহীত)
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষনা করা হলো। বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের তালিকা বেরিয়েছে। এতে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য সেরা গায়িকা ও গীতিকার হয়েছেন ইমন চক্রবর্তী ও অনুপম রায়।
প্রকাশের পর থেকেই ‘তুমি যাকে ভালোবাসো’ লুফে নেন দুই বাংলার শ্রোতারা। অনেকেরই প্রিয় গানের তালিকায় উঠে আসে এটি।
অবশেষে জাতীয় স্বীকৃতি পেলেন অনুপম ও ইমন। ৩ মে তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’ ছবিতে ব্যবহার করা হযেছিলো গাটি। ইমন ও অনুপম বাংলাদেশের শ্রোতাদেরও পছন্দের শিল্পী। এখান থেকেও তাদের গান বেরিয়েছে।
* ‘তুমি যাকে ভালোবাসো’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।