এবার ঘোষণা এলো ভারত থেকে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি হবে যৌথ প্রযোজনার ছবিটি।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দুই দেশের শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেন দুই নেতা।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই প্রধানমন্ত্রী। এ সময় নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর নামে রাজধানীর একটি সড়কের নামকরণের কথা বলেন। জাতির পিতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর জীবন ও কাজ নিয়ে একটি চলচ্চিত্র যৌথভাবে প্রযোজনায় রাজি হয়েছি। আশা করছি, ২০২০ সালে সেটি মুক্তি পাবে। ’
এ সময় নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালে আমরা যৌথভাবে মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করবো। ’
এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, ঋণ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসও