ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কতোদিন শুনিনা তোমার বকবকানি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
‘কতোদিন শুনিনা তোমার বকবকানি’ কিশোর, ছবি: সংগৃহীত

‘বলে দাও যা কিছু আছে বলার/শুনবো আজ সব কথা তোমার/কতোদিন শুনিনা তোমার বকবকানি/ কতোদিন দেখিনা তোমার ওই চাঁদমুখখানি…’— এমন কথা ও সুরে গান বেঁধেছেন জনপ্রিয় গায়ক কিশোর। বৈশাখ উপলক্ষে প্রকাশ হচ্ছে এটি।

বাংলানিউজের সঙ্গে আলাপে কিশোর জানান, ‘যাচ্ছো দুরে’সহ আরও বেশ কিছু গান নিজেই লিখে, সুর করে গেয়েছেন তিনি। দু’ একটি শব্দ প্রথমে মাথায় আসে, তারপর সুর এগোনোর সময় বাকি কথা জুড়ে দেন।

‘বকবকানি’ও এভাবেই তৈরি করেছেন কিশোর। ‘বকবকানি’ সম্পর্কে এই গায়ক বলেন, ‘আমার গীতিকার ভাই-বন্ধুরা এই লিরিকটা পছন্দ করেছেন। তারা আমাকে পাশ নম্বর দিয়েছেন। সব মিলিয়ে গানটি নিয়ে অামি আশাবাদী। ’

কিশোরের সিঙ্গেল ট্র্যাক ‘বকবকানি’ প্রকাশ করছে অ্যাডবক্স। পহেলা বৈশাখ উপলক্ষে আপাতত অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল গানবক্সে গানটি শোনা যাবে। ভবিষ্যতে এর মিউজিক ভিডিও তৈরি হবে বলে জানান কিশোর।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।