ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিব-অপু ইস্যুতে ফেসবুকে নোংরামির নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
শাকিব-অপু ইস্যুতে ফেসবুকে নোংরামির নিন্দা লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস সন্তানের স্বীকৃতি চাওয়ার পর শাকিব খান বললেন, সন্তানের দায়িত্ব নেবো, অপুর নয়

‘আমরা বাঙালি অনেক আবেগী। কিন্তু , একজন নারী তার সন্তানের জন্ম পরিচয়/স্বীকৃতির জন্য কান্না করছেন, আর আমরা স্বভাবতই সেটাও মজা নিয়ে দেখি/সেখানে মজা খুজি!’

শাকিব খানের স্ত্রী ও তার সন্তানের মা হিসেবে পরিচয় দিয়ে অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানের পর ফেসবুকে নোংরামির বিরুদ্ধে এমনই মন্তব্য করেছেন কস্টিউম ডিজাইনার রামিম রাজ।

সোমবার (১০ এপ্রিল) আকস্মিকভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের সরাসরি অনুষ্ঠানে (লাইভ) এসে অপু দাবি করেন, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল তার বিয়ে হয়েছে।

তাদের এক পুত্রসন্তানও আছে। নাম আব্রাহাম খান জয়। শাকিব খানের চাপেই এতোদিন বিয়ের খবর গোপন করেছিলেন তিনি। এক ফেসবুক ব্যবহারকারীর স্ট্যাটাসএরপর ফেসবুকে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। তবে অপুর দাবির প্রেক্ষিতে অনেকে শাকিবের প্রতিক্রিয়ায় আগ্রহী হলেও কিছু কিছু ফেসবুক ব্যবহারকারী বিষয়টি নিয়ে ‘বিদ্রুপমূলক‘ স্ট্যাটাস দেন। এই সারিতে চলচ্চিত্রাঙ্গনের কর্মী এমনকি সংবাদকর্মীদেরও দেখা যায়।

কারও এমনও স্ট্যাটাস দেখা যায়, ‘তবে সবাইকে আশ্বস্ত করে আমি জানাতে চাই, এই ঘটনায় অধমের কোনো ভূমিকাই নাই...’

কেউ এমনও স্ট্যাটাস দিয়েছেন, ‘শাকিব-অপুকে নিয়ে সারাদিন যে কোনো স্ট্যাটাস দিলাম না, এখন জনগণ কি আমাকে মেনে নিবে ফ্রান্স...????’

এক চলচ্চিত্রাভিনেতা স্ট্যাটাস দেন, ‘চাচা’। তার মন্তব্যের ঘরে চলচ্চিত্রাঙ্গনেরই অনেকে মেতে ওঠেন খোশগল্পে।

এ ধরনের বিদ্রুপাত্মক, তাচ্ছিল্য ও উপহাসমূলক স্ট্যাটাসের নিন্দাও চলছে অনেক ফেসবুক ব্যবহারকারী তরফ থেকে।

কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর স্ট্যাটাস ও মন্তব্যব্লগার ও মানবাধিকারকর্মী ফারজানা কবির খান এ ধরনের ট্রলের নিন্দা জানিয়ে লিখেছেন, ‘আমাদের হিউমার সেন্স এত বেশি! আমরা কোন কিছু নিয়ে ট্রল করতে ছাড়ি না। মানবতা/ মানবিকতা- সব ভেসে যায় ট্রলের জোয়ারে! অন্যের ঘর পোড়ার আগুনে আলু পুড়িয়ে খাবার স্বভাব আমাদের আজীবনের। একটু বোঝার চেষ্টা করুন দয়া করে, সবকিছু নিয়ে ট্রল করা গেলেও- ট্রল করতে হয় না!‘

ফেসবুক ব্যবহারকারী বলরাম রায় লিখেছেন, ‘আগে নায়িকা ছিলো হাজার দোষ-গুণ ছিলো, অশ্লীলতা ছিলো। এখন সে একজন মা। একজন মা তার ছোট্ট সন্তানকে নিয়ে টিভি সেটে বসে সন্তানটির পিতৃপরিচয়ের জন্য লড়াই করছে। অপরদিকে আমরা ফেসবুকে নোংরামি আর অশ্লীলতায় মেতে উঠছি। আমরা ইস্যু প্রিয় জাতি। সব ইস্যুই খাই। যদি অপু বিশ্বাসের কথা সত্য হয় তবে অপু বিশ্বাসের ছেলেটা পিতৃপরিচয় পাক। আমরা বাঙালি, ইউরোপিয়ান না। ’

এদিকে অপুর লাইভের পর শাকিব খান একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি তার সন্তানের দায়িত্ব নেবেন, অপুর নয়। কারণ, অপু লাইভে এসে তার ‘অসম্মান’ করেছেন। ব্লগার ফারজানা কবির খানের স্ট্যাটাসহালের ‘সেরা’ অভিনেতার এমন অবস্থানের বিরুদ্ধেও শুরু হয়েছে নিন্দার ঝড়। অনেকে শাকিবের শাস্তি পর্যন্ত দাবি করছেন। কেউ কেউ অপু বিশ্বাসের পক্ষে ফেসবুকে ‘হ্যাশট্যাগ’ (#supportapubiswas) পর্যন্ত চালু করেছেন।

অভিনেতা ও শিক্ষক সাগর দত্ত লিখেছেন, ‘সন্তানের দায়িত্ব নেবো, অপুর দায়িত্ব নয়। - একজন নামী-দামী স্টার বাংলাদেশের কিং খানের মুখের কথা এসব। প্রাতিষ্ঠানিক শিক্ষা, ভালো আচরণ, মূল্যবোধ- কোনোটাই নেই এই লম্পটটার মাঝে। This culprit should be punished!’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও নির্মাতা আশিক উল বারাত লিখেছেন, ‘একটি বিয়ে, এত বছর গোপন রাখা, এত স্যাক্রিফাইস, ভেবে অবাক হই। আজকে মাতৃত্ব এসে তাকে এত শক্তি দিয়ে গেল। সে সকল অশুভ শক্তিকে জয় করুক। শুভকামনা। "মা"’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।