চিত্রনায়িকা অপুকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার ঘোষণা, তাকে ‘ক্ষমা’ করে দেওয়া, বুবলীর পক্ষে যুক্তি ও প্রশংসা— সব মিলিয়ে একটি অমীমাংসিত সাক্ষাৎকার দিয়েছেন কিং খান। কারণ পুরো সাক্ষাৎকার জুড়েই ছিলো অপুর বিরুদ্ধে তার অভিযোগের পসরা।
অপুর সঙ্গে দাম্পত্য বিতর্ক নিয়ে সংবাদ সম্মেলন নয়, টিভি লাইভে মুখ খুলেছেন শাকিব খান। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে (লাইভ) তিনি মুখোমুখি হন।
‘শুধু আমার ছেলে আব্রাহামের জন্যই অনেক কিছু মেনে নিয়েছি। বিকজ আই লাভ মাই সন। অপু যেহেতু আমার স্ত্রী, তাই বিতর্ক আর না বাড়িয়ে আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। কারণ অপু আমার স্ত্রী এবং সন্তানের মা। ’ অনুষ্ঠানের শুরুর দিকে শাকিব খান কথা প্রসঙ্গে এমনটি বলেন।
এরপর তিনি মিষ্টি হাসি দিয়ে যোগ করে বলেন, ‘মাশাআল্লাহ আমার ছেলে দেখতেও খুব সুন্দর হয়েছে। ’
জনপ্রিয় এই চিত্রনায়ক আক্ষেপের সুরে বলেন, ‘এই অনুষ্ঠানে আমি বহুবার এসেছি। প্রতিবারই কোনো না কোনো সুখবর নিয়ে এসেছি দর্শকদের সামনে। শুধু আজকের প্রেক্ষাপটটা ভিন্ন। আমি বলবো না আজকের বিষয়টা অশুভ। বাট বিষয়টা এমন নাও হতে পারতো। আরও অনেক সুন্দর হতে পারতো। আফসোস এখানেই। ’
অনুষ্ঠানে শাকিব খান কথা প্রসঙ্গে আরও বলেন, ‘ব্যাপারটা আরও সুন্দর হতে পারতো। আমার ছেলেকে এমন প্রেজেন্টেশন দিতে চাইনি। আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে। কিন্তু সেটি আর হলো না। ’
অনুষ্ঠানে শাকিব বলেছেন, ‘অপু আমার ছেলের মা। অফকোর্স সে আমার ওয়াইফ। কারণ, আমার ছেলে তো অবৈধ নয়। আমার সন্তানের মা হিসেবে সে অনেক ওপরে। বাট সাম হাউ- কিছু অশুভ মানুষ, কাছের মানুষ অপুকে দিয়ে এই বিব্রতকর কাজটা ঘটিয়েছে। এটা আমি আগে বুঝতে পারিনি। ’
শাকিব যোগ করেন, ‘আমি নিজেও বুঝিনি কালকের ঘটনা কেন হলো। আপনারা খেয়াল করবেন, অপু নিজেই বলেছেন আমি সময় দিয়েছি। বাচ্চাকে আদর করেছি। টাকা দিয়েছি। পারিবারিকভাবে সবাই বিষয়টি অবগত। তাহলে সে আর কী চায় আমার কাছে? সে আসলে আমার সন্তান কিংবা সংসার চায়নি। চেয়েছে তার ক্যারিয়ার রক্ষা করতে। আমি নিজেও কোরবানির ঈদে তাকে নিয়ে আসার পরিকল্পনা করছিলাম। বাট সেটা তো আর হলো না। আমার ক্যারিয়ারের চেয়ে অপু তার নিজের ক্যারিয়ারকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলো। ’
কিং খান বলেন, ‘যে ঘটনা ঘটেছে এরপর আর কখনও আমাদের জুটি হয়ে পর্দায় আসা হবে না। কারণ, স্বামী-স্ত্রী নায়ক-নায়িকা হতে পারে না। এটা আমাদের দর্শক নেবে না। ’
অনুষ্ঠানের শেষ দিকে এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘যা হয়েছে তাতে আমার অনেক মানহানি হয়েছে। আমি অনেক ক্ষুব্ধ হয়েছি। তবুও এই সময়ে এসে আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। কারণ অপু আমার স্ত্রী এবং সন্তানের মা। ’
অনুষ্ঠানে ফোনে অপুর সঙ্গেও কথা বলা হয়। অপু উপস্থাপককে প্রশ্ন করেন যে, ব্যাকড্রপে কেন বুবলীর ছবি রাখা হলো? একইসঙ্গে বুবলীর দেওয়া স্ট্যাটাসের বিষয়ে শাকিবের মন্তব্য জানতে চান তিনি। শাকিব এখানেও কৌশলী উত্তর দেন।
লাইভে কথা বলার আগেও মনে করা হচ্ছিলো শাকিব ভুল বুঝতে পেরে অপুকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অপু কী এ ব্যাপারে নিশ্চিত হতে পারছেন টেলিভিশন মারফত স্বামীর বক্তব্য শুনে! সব মিলিয়ে শাকিব-অপু দ্বন্দ্বের শেষ কোথায়, এমন প্রশ্ন থেকেই যাচ্ছে।
অপুর লাইভের পর শাকিবকে নিয়ে যে নিন্দার ঝড় বইছিলো, এই লাইভের পর তা আরও বাড়তি মাত্রা পেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসও/এইচএ/