ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তির আগেই আয় দুইশো কোটি রুপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
মুক্তির আগেই আয় দুইশো কোটি রুপি! সালমান খান (ছবি: সংগৃহীত)

রোজার ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। ধারণা করা হচ্ছে, কবির খান পরিচালিত ছবিটি অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এর আঁচ পাওয়া গেলো, মুক্তির আগেই ২০০ কোটি রূপি আয় করায়।

‘টিউবলাইট’ নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি রুপি। তবে এটি ভারত ও চীনের প্রদর্শন স্বত্ব বিক্রি হয়েছে ২০০ কোটি রুপির বেশি মূল্যে।

এর আগে মধ্য ইন্ডিয়া ছাড়া পুরো ভারতে ‘টিউবলাইট’-এর প্রদর্শন স্বত্ব ১৩২ কোটি রুপিতে কিনে নিয়েছে এনএইচ স্টুডিও। এবার চীনে সিনেমাটির প্রদর্শন স্বত্ব ৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। দুই দেশের প্রদর্শন স্বত্ব মিলে মোট ২০৭ কোটি রুপি আয় করেছেন প্রযোজক।

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নিয়ে তৈরি করা হয়েছে ‘টিউবলাইট’। সালমান খানের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া একটি স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ২৫ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।