বুধবার (১২ এপ্রিল) ফেসবুকে আগমন প্রসঙ্গে ‘মুঘল-এ-আজম’খ্যাত এই তারকা টুইটারে লিখেছেন, ‘আপনাদের ইচ্ছায় আজ থেকে আমি ফেসবুক অ্যাকাউন্ট চালু করলাম। ’
মঙ্গলবার (১১ এপ্রিল) একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন ৯৪ বছর বয়সী এই অভিনেতা।
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে দেখা গেছে তাকে।
দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।
গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিএসকে/এসও