ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘বেগমজান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘বেগমজান’ ‘বেগমজান’ ছবির পোস্টার

ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে না সৃজিত মুখার্জি পরিচালিত ও মহেশ ভাট প্রযোজিত আলোচিত বলিউড ছবি ‘বেগমজান’।

বিষয়টি নিশ্চিত করে মহেশ ভাট বলেন, “আমি আমার পরিবেশকদের আগেই বলেছিলাম পাকিস্তানে ‘বেগমজান’ প্রদর্শনের অনুমতি পাওয়া যাবে না। এমনকি আমি পাকিস্তানের সেন্সর বোর্ডের প্রধান কর্মকর্তাকে ছবিটি দেখে তারপর কোনো সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলাম।

কেননা আমি তাদের ছবিটির বিষয়বস্তু দেখানোর চেষ্টা করেছি। তবে দুঃখজনকভাবে আমাকে বলতে হচ্ছে, আমি ব্যর্থ হয়েছি। ’

দুঃখ প্রকাশ করে ‘আশিকি টু’খ্যাত এই প্রযোজক আরও জানান, ‘শুধু মার্কেট পাওয়ার জন্য আমি ছবিটি পাকিস্তানে মুক্তি দিতে চাইনি। কিন্তু পাকিস্তানের সেন্সর বোর্ড যখন ছবিটি প্রদর্শনের অস্বীকৃত জানালো তখন ঘনিষ্ঠ মহলে আমাকে নিয়ে অনেক উপহাস করা হয়েছে। যা আমার জন্য খুবই কষ্টের। ’

১৪ এপ্রিল মুক্তি পাবে ‘বেগমজান’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। পাশাপাশি আরও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, ইলা অরুণ, পল্লবী শারদা ও রাজেশ শর্মা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।