‘আবহমান’-এর গল্পে দেখা যাবে, সামিয়া প্রচণ্ডভাবে বাঙালি ঐতিহ্য ধারণ করেন হৃদয়ে। কিন্তু তাহসিন একটু অন্যরকম।
বৈশাখ নিয়ে ‘আবহমান’ নামের নাটকে পাওয়া যাবে তাদের। মাহমুদ দিদারের পরিচালনায় এখানে তুলে ধরা হয়েছে বাংলার আবহমান সংস্কৃতি। এর গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন সাকিব রায়হান। অভিনয়ে আরও আছেন সৈয়দ হাসান ইমাম ও ইলোরা গহর।
বিকল্প প্ল্যাটফর্মের জন্য নাটক তৈরি প্রসঙ্গে ‘আবহমান’-এর নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘বাজেট পরিস্থিতি ও সৃজনশীল লোকজনের মূল্যায়ন না হলে টিভিতে নাটক দেখা বন্ধ হয়ে যাবে। সেটা ঘটেছেও বটে! এটা সংকট নয়, সম্ভাবনা। টিভির স্থান দখল করে ফেলছে অনলাইন ভিডিও স্ট্রিমিং,ইউ টিউব এর মতো চ্যানেলগুলো। আরও একটা বড় পরিবর্তন যেটা আসছে সেটা হচ্ছে নির্মাতারাই টিভিতে নাটক বানানো প্রত্যাখ্যান করতে পারেন। ’
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসও