পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) দিনব্যাপী এসব কনসার্টে তারুণ্যের উপচেপড়া ভিড় হবে বলেই মনে করছেন আয়োজকরা।
নগরবাউল তথা জেমস, চিরকুট, শিরোনামহীনের সংগীত পরিবেশনা থাকছে রাজধানীর কলাবাগান মাঠে।
‘এআইইউবি বৈশাখী উল্লাস ১৪২৪’ কনসার্ট হবে বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চত্ত্বরে। এতে গান গাইবেন বাপ্পা মজুমদার, মিনার রহমান। ব্যান্ডের মধ্যে আছে এলআরবি ও সোলস। সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে এই আয়োজন।
‘আলোকের এই ঝর্ণাধারায়’ শিরোনামের কনসার্ট আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর রমনার জামতলায় এই আয়োজন শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে পরের অংশ। এটি প্রচার করবে বৈশাখী টেলিভিশন। এতে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস, শাহনাজ বেলী, কাজী শুভ ও কর্ণিয়া।
এ ছাড়াও রাজধানীতে আরও কিছু আয়োজন থাকছে। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর।
এদিকে ঢাকার বাইরেও দর্শক মাতাবেন শিল্পীরা। রাজেন্দ্রপুরের বৈশাখী কনসার্টে গাইবেন মাকসুদ ও ঢাকা এবং সালমা।
এদিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থাকছে কনসার্ট ‘বৈশাখী রঙে’ শীর্ষক কনসার্ট। আমব্রিনের উপস্থাপনায় এতে সংগীত পরিবেশন করবেন ফকির শাহাবুদ্দিন, জলের গান, ভাইকিংস, লালন, ওয়ারফেইজ। ২টা ৩০ মিনিট থেকে কনসার্টটি উপভোগ করা যাবে এসএ টেলিভিশনে।
বাংলাদেশ সময়:
এসও