ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বক্তব্যধর্মী গানে সুবীর নন্দী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বক্তব্যধর্মী গানে সুবীর নন্দী সুবীর নন্দী (ছবি: সংগৃহীত)

পেন্সিলের লেখা ভুল হলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যায়। কিন্তু কলমের কালি দিয়ে কিছু লেখা হলে তা মোছা যায় না— এমন বক্তব্যধর্মী গানের কথা কণ্ঠে তুলেছেন বরেণ্য গায়ক সুবীর নন্দী।

কালজয়ী অনেক গানের সংগীতশিল্পী সুবীর নন্দীর গাওয়া নতুন গানটি পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে।

বাসুর সুর ও সংগীতে ‘কলমের কালি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এটি লিখেছেন জনি হক।

নতুন গান প্রসঙ্গে সুবীর নন্দী বললেন, ‘এই গানে চমৎকার একটি বক্তব্য আছে। সেটা চিরন্তন। আর বাসুর সুর-সংগীত তো বরাবরই প্রশংসনীয়। তিনি খুব বুঝেশুনে কাজ করেন। ’

শিল্পী জানান, ‘কলমের কালি’নামের মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছে গানটি। অ্যালবামে গান রয়েছে মোট চারটি। অন্য তিনটি গেয়েছেন মিঠু আহমেদ, বিন্দিয়া ও ইউসুফ।

পহেলা বৈশাখ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে এসেছে ‘কলমের কালি’। ১৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিণ ১৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।