ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেদ করে মিউজিক ভিডিও বানালো ‘পার্থিব’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জেদ করে মিউজিক ভিডিও বানালো ‘পার্থিব’! ব্যান্ড পার্থিব

জনপ্রিয় ব্যান্ড পার্থিব নতুন পরিচয়ে হাজির হলো। এবার তারা মিউজিক ভিডিও তৈরি করলো। অন্যের জন্য নয়, অনেকটা জেদ করেই নিজেদের তৈরি গানের ভিডিও বানালো দলটি।

পার্থিব ব্যান্ডের প্রধান ভোকাল ও লিড গিটারিস্ট রুমন জানান, তাদের শেষ অ্যালবাম ‘স্বাগত বাংলাদেশে’র গান ‘পহেলা বৈশাখ’কে বেছে নেওয়া হলো মিউজিক ভিডিওর জন্য। দিনভর চারুকলা, সোহরাওয়ার্দি উদ্যান ঘুরে শুটিং আর রাতভর করলেন সম্পাদনার কাজ।

অতঃপর নববর্ষের আগের দিন (১৩ এপ্রিল) রাতে নিজেদের বানানো প্রথম ভিডিওটি তারা উন্মুক্তি করলেন সিএমভির ইউটিউব চ্যানেলে।  

রুমন বললেন, ‘এটা আমাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা। সবাই এমন কাজ প্রথম করলাম। বলা যায়, জেদ করেই করা। ’

যুগ পেরুনো ‘পার্থিব’র অন্য সদস্যরা হলেন—  কিবোর্ড ও কণ্ঠে রনি, বেজ গিটার ও রেকর্ডিংয়ে কিবরিয়া কিবু, ড্রামস ও পারকাশনসে শুভ এবং অতিথি গিটারিস্ট সেলিম হায়দার।

ব্যান্ডের প্রকাশিত অ্যালবামগুলো হলো- ‘বাউন্ডুলে’ (২০০৫), ‘উৎসর্গ নিজেকে’ (২০১১), ‘পার্থিব দ্য ডেফিনিটিভ অ্যালবাম’ (২০১৪) এবং ‘স্বাগত বাংলাদেশে’ (২০১৬)।  

* ‘পহেলা বৈশাখ’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।