ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোট চুলের গল্পটি ভাইরাল (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ছোট চুলের গল্পটি ভাইরাল (ভিডিও) মডেল শাহনাজ সুমী (ছবি: সংগৃহীত)

বিশ্বজুড়ে নারী নিগ্রহ ও নির্যাতন এখন প্রাত্যহিক ব্যাপার। বিবাহিতা, অবিবাহিতা, কিশোরী— অধিকাংশ নারীর অভিজ্ঞতাই তিক্ত। এমনই ভুক্তভোগী এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে একটি বিজ্ঞাপনচিত্রে। বাংলাদেশি নির্মাতার তৈরি সেই টিভিসি এখন বিশ্বজুড়ে ভাইরাল।

আত্মসম্মান আর সাহস-ই হোক একজন নারীর আসল পরিচয়। আন্তর্জাতিক নারী দিবসে সান কমিউনিকেশনস তৈরি করে জুঁই-এর এই বিজ্ঞপন।

এতে মডেল হয়েছেন শাহনাজ সুমী। এটি তৈরি করেছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা আশুতোষ সুজন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে সুজন জানান, তিনি খুব উচ্ছ্বসিত বিজ্ঞাপনটি রীতিমত ভাইরাল হয়েছে দেখে। শুধু অনলাইনের জন্য নির্মিত এই টিভিসি নিয়ে ভিনদেশি গণমাধ্যমে নানা ধরনের বিশ্লেষণ চলছে। বাংলাদেশের জন্য এটি বেশ ভালো খবর বলে মনে করে সান কমিউনেশনস।

প্রায় দুই মিনিট ব্যপ্তির এই বিজ্ঞাপনচিত্রটিতে দেখানো হয়েছে, একজন তরুনী সেলুনে গিয়ে তার সুন্দর লম্বা চুল ছোট করতে চাইছেন। তার মুখে ‘আরো ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়’ সংলাপটি বিবেকবান মানুষকে নাড়া দেয়। বুঝতে অসুবিধা হয়না যে, এই সুন্দর চুলের মেয়েটি নির্যাতনের শিকার।

নির্মাতা আশুতোষ সুজনবিজ্ঞাপনচিত্রটিতে বলা হয়েছে, ‘যে চুল নারীর সৌন্দর্য, সেই চুল যেন না হয় তার দুর্বলতার কারণ। প্রতি ১০০ জনের মধ্যে ৮০ জন নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। ’ জুঁই-এর ‘আর এক চুলও ছাড় নয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবেই এটি তৈরি হয়েছে।    

সুজন বললেন, ‘আমি খুব ভালো একটি টিম নিয়ে কাজটি করেছি। সান কমিউনেশনসের টিম ওয়ার্কের কারণে এমন সুন্দর একটি কাজ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন কাজ করার ইচ্ছে ও স্বপ্ন আছে, যেখানে কোনো একটি সুন্দর বার্তা আমরা দর্শককে দিতে পারবো। ’

* দেখুন আলোচিত বিজ্ঞাপনটি:

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।