চমকপ্রদ তথ্য আরও আছে। ‘বাহুবলী’র মতোই দুই ভাগে মুক্তি দেওয়া ‘দ্য মহাভারত’।
ছবিটি তৈরি প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চেয়ারম্যান এবং এনএমসি হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা বি আর শেঠি বলেছেন, ‘ইংলিশ, হিন্দি, মালায়ালাম, কানাড়া, তামিল ও তেলেগুসহ সর্বাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে ছবিটি। ’
তিনি আরও বলেন, ‘মহাভারত’-এর চিত্রনাট্য লিখছেন এম টি ভাসুদেবা নায়ের। যিনি চিত্রনাট্যকার হিসেবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অধিকাংশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়ে রেকর্ড তৈরি করেছেন।
২০১৪ সালে ছবিটি নিয়ে যখন ঘোষনা দেওয়া হয়েছিলো। সেসময় ছবিতে প্রধান চরিত্রের জন্য অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম ও নাগ অর্জুনকে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছিলো। এখন শোনা যাচ্ছে দক্ষিণী অভিনেতা মোহনলাল করতে পারেন ভীমের চরিত্র। বলা হয়েছে, হলিউড আর বলিউডের নামজাদা শিল্পীরা অভিনয় করবেন ‘দ্য মহাভারত’-এ।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বিএসকে/এসও