ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তুমি নয়, ‘তুই আমার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
তুমি নয়, ‘তুই আমার’ সাইমন ও মিষ্টি (ছবি: সংগৃহীত)

কাজের সূত্রে পরিচয় বন্ধুত্ব। ব্যক্তিজীবনে একে অপরকে কখনো ‘তুমি’, কখনো ‘তুই’ বলে সম্বোধন করেন। এবার সিনেমার পর্দায়ও তাদের এমন রসায়ন দেখা যাবে। চিত্রনায়ক সাইমন ও নায়িকা মিষ্টির ছবি ‘তুই আমার’ এখন প্রেক্ষাগৃহে চলছে।

দেশের ৬০টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২১ এপ্রিল) মুক্তি পেয়েছে ‘তুই আমার’। সজল আহমেদের গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মিষ্টি জান্নাত।

একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটির গল্পে। এতে অহংকারী তরুণীর চরিত্রে দেখা যাবে মিষ্টিকে, সাইমন তাদের আশ্রিত।  

অন্য চরিত্রে অভিনয় করেছেন রেবেকা, আলীরাজ, তানিন সুবাহ ও বড়দা মিঠু। আইটেম গানে নেচেছেন বিপাশা কবির। সিনেমায় গান ব্যবহার হয়েছে ৫টি। কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, ইমরান প্রমুখ। ছবিটির প্রযোজক মিষ্টি জান্নাত।  

* ‘তুই আমার’-এর শিরোনাম গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।