শুক্রবার রাত (২১ এপ্রিল) সাড়ে ৯ টার দিকে পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। লাকীর ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু জানান, মুক্তিযোদ্ধা লাকীকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।
এদিকে, লাকীর বাসায় সংবাদ সম্মেলনে একই তথ্য জানান তার চিকিৎসক ডা. রুবায়েত রহমান। তিনি শেষ আট মাস ধরে তার চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
২১ এপ্রিল দুপুর নাগাদ ক্যানসারে আক্রান্ত লাকীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ বিকেলে দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে সন্ধ্যা ৬টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এসও