ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরমব্রত’র শহরে অপর্ণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
পরমব্রত’র শহরে অপর্ণা ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের নাম ‘পরানের গহীন ভিতর’। এটি অনুষ্ঠিত হবে কলকাতায়। এতে আমন্ত্রিতদের অধিকাংশই বাংলাদেশের। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। 

এখানেই দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত ছবি পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ অভিনীত ‘ভুবন মাঝি’। পরম ছবির কাজে বিভিন্ন সময়ে বাংলাদেশে এলেও এবার অপর্ণা যাচ্ছেন নায়কের শহর কলকাতায়।

 

উড়ান নামের একটি সংগঠন এই আয়োজন করেছে। ৩০ এপ্রিল বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নম্বর হলে অনুষ্ঠানের প্রথমার্ধে থাকছে নাচ, গান ও কবিতা আবৃত্তি। দ্বিতীয় ভাগে দেখানো হবে ‘ভুবন মাঝি’। এতে উপস্থিত থাকবেন ছবির প্রধান শিল্পীরা।  

এ ছাড়া অনুষ্ঠানে আরও থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাচিক শিল্পী ও সংগঠক হাসান আরিফ, ‘ভুবন মাঝি’র নির্মাতা ফাখরুল আরেফিন খান।  

আয়োজকরা অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রয়াত লোক গবেষক ও শিল্পী কালিকাপ্রসাদের নামে। ‘ভুবন মাঝি’ ছবিতে সংগীত পরিচালনা করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।