নিহত ও আহত সকলের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন হলিউডরে জনপ্রিয় এই অভিনেত্রী। এ ছাড়া নির্মাতা এন্ড্রু মোরগানও সমবেদনা জানিয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ‘হ্যারি পটার’খ্যাত অভিনেত্রী এমা লিখেছেন, ‘চার বছর আগে ধসে যাওয়া রানা প্লাজার স্মরণে। দয়া করে একবার তাদের কথা ভেবে দেখুন। যারা আমার জন্যও পোশাক তৈরি করেছিলেন। ’
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর তারকা সামাজিক কাজেও বেশ প্রশংসিত। নিজে জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এ ছাড়া বাংলাদেশের শ্রমিকদের নিয়েও তিনি কাজ করেছেন। পোশাক শ্রমিকদের টানে এদেশ থেকে ঘুরেও গেছেন।
কীভাবে কোন পরিবেশে তৈরি হয় এসব পোশাক-আশাক? পোশাককর্মীরা কেমন আছেন? ২০১০ সালে এর জবাব খুঁজতেই তিনি এসেছিলেন বাংলাদেশে। ফিরেছেন সন্তুষ্টি নিয়ে।
অন্যদিকে, নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন পরিচালক এন্ড্রু মোরগান। যেখানে তিনি বলেন, ‘আজ রানা প্লাজা ধসের চতুর্থ বার্ষিকী। এটি ছিলো একটি পোশাক তৈরি কারখানা। যেখানে হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করতেন। এমনি সেখানকার শ্রমিকরা পশ্চিমা বিশ্বের বেশ কিছু নামি-দামি ব্র্যান্ডের পোশাকও তৈরি করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে প্রাণ হারাতে হয়েছে শত শত শ্রমিককে। আহত হয়েছেন অনেকে। ’
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিএসকে/এসও