লাকী আখন্দকে নিয়ে গাওয়া পুরনো একটি গানের ভূমিকায় এসব বলেছেন ওপারের অঞ্জন। তিনি আরও বলেন, ‘তাকে আমি চিনিনা, তার গানও কখনো শুনিনি।
দিব্যি গান গাওয়া হলো। আসর জমে গেলো। বহু বছর যে শিল্পী গান গাওয়া বন্ধ করে চুপ মেরে বসেছিলেন, হঠাৎ আবার গান গেয়ে উঠলেন। তারপর তার সঙ্গে তেমনভাবে আর যোগাযোগ হয়নি।
কিন্তু যে কারণে এসব কথাগুলো বলছি, তা হলো জীবনে খুব কমই আমি অন্য কোনো শিল্পীর সঙ্গে গান গাইতে গিয়ে এতোটা এনজয় করেছি। তাই ভাবলাম, গল্পটা আপনাদের বলি। ’
সদ্যপ্রয়াত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের সঙ্গে একবারই দেখা হয়েছিলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের মানুষ অঞ্জন দত্তের। এরপর তাদের মধ্যে ফোনালাপ হতো। গান নিয়ে কথা হতো। ঘনিষ্ট সূত্র এমনটাই বলছে। লাকীর মৃত্যুর পর ফেসবুকে শোক জানিয়েছেন অঞ্জন। একবারের সাক্ষাতেই অঞ্জনকে মুগ্ধ করেছিলেন লাকী, গানের ভূমিকায় তেমনটি বলেছেন অঞ্জন।
লাকী আখন্দের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৯৯ সালে গানটি বেঁধেছিলেন অঞ্জন দত্ত। ‘হ্যালো বাংলাদেশ’ অ্যালবামে ‘লাকী আখন্দ’ শিরোনামের গানটি স্থান পেয়েছিলো। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুর পর গানটি নতুন করে আলোচনায় এসেছে। জি সিরিজ নতুন করে গানটির লিরিক ভিডিও উন্মুক্ত করেছে ইউটিউবে।
অঞ্জন গানটি শেষ করেছেন এভাবে—
একজন চায় বড় বেশি চায়
একজন হয়তো বা কম
একজন যদি হয় অঞ্জন
আরেকজন লাকী আখন্দ।
* ‘একজন লাকী আখন্দ’ গানের লিরিক ভিডিও:
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসও