নিউ মিডিয়া ও নয়া দুনিয়ায় বাংলার চিন্তা-ভাবনা-যোগাযোগ-সম্পর্ক নিয়ে ১৪২২ বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তির দিন যাত্রা করেছিলো বানান ডট স্পেস। এক বছর পূর্তিতে নানা আয়োজন করছে ওয়েবসাইটটির কর্তৃপক্ষ।
প্রথম বছর পার হওয়া, ভাবনার আদান-প্রদান ও পরামর্শের জন্য ‘বানান’ ২৮ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪টায় শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে আলাপ-আড্ডার আয়োজন করেছে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় যাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানে ‘নিউ-মিডিয়া : নতুন দুনিয়া-সম্পর্কের আলাপ’ শীর্ষক আড্ডায় অংশ নেবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নূরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, শিক্ষক ও লেখক সুমন রহমান, মানস চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন, শিক্ষক ও গবেষক মোহাম্মদ আজম, নির্মাতা ও সংগঠক ইশতিয়াক জিকো, শর্মি হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, প্যানেল ডিসকাশনের পর থাকবে উম্মুক্ত আলোচনা পর্ব। এ ছাড়া থাকছে বাঁশি ও ফকিরি গানের আয়োজন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসও