শুধু সহশিল্পী অথবা সহকর্মী হিসেবে নয়, ব্যক্তিজীবনে ভালো বন্ধু ছিলেন অমিতাভ-বিনোদ। এ কারণে প্রিয় মানুষটিকে হারিয়ে কিছুটা ভেঙে পড়েছিলেন অমিতাভ।
কিংবদন্তি এই অভিনেতা আরও লিখেছেন, “১৯৬৯ সালে বান্দ্রার অজন্তা আর্টস অফিসে আমি প্রথম তাকে দেখি। সুদর্শন এক তরুণ। আমি তখন কাজ খুঁজতে গিয়েছিলাম সেখানে। আমাকে দেখে সুন্দর করে হেসেছিলেন। তখন তিনি ‘মন কা মিত’-এর মতো ছবি করছেন। আর আমি ছবিতে অভিনয়ের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। যেখানে হোক একটা চরিত্রে সুযোগ পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। ’’
‘সোলে’খ্যাত এই তারকার মতে, বড় তারকা হলেও সকলের সঙ্গে খুব সহজভাবে মিশতে পারতেন বিনোদ। আমার ক্যারিয়ারের শুরুর দিকেও বিনোদ খুব সহজেই আপন করে নিয়েছিলেন। পরে এতোটাই বন্ধুত্ব হয়ে যায় যে, এক মেকআপ রুম হোক বা একই লাঞ্চ দু’জনেই অবলীলায় ভাগাভাগি করে ব্যবহার করতাম।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
বিএসকে/এসও