চলচ্চিত্র অভিনেতা শাকিব খান
পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১২টি সংগঠন চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে জোট বেঁধেছে। তাদের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই নায়ককে। এর জবাবে সংবাদ সম্মেলন করবেন আলোচিত-সমালোচিত অভিনেতা শাকিব।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে এফডিসিতে ১২ সংগঠনের নেতাদের উপস্থিতিতে শাকিবকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।
পরিচালকদের ‘হেয়’ করে মন্তব্যের জের ধরে প্রথমে উকিল নোটিশ দেওয়া হয় তাকে।
এক সপ্তাহ না পেরোতেই নায়কের বিরুদ্ধে নেওয়া হলো নতুন সিদ্ধান্ত। এ অবস্থায় নাজুক পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। পাবনায় ‘রংবাজ’ এর শুটিং চলাকালে নিষিদ্ধ হওয়ার খবর পেলেন শাকিব।
কিং খানের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, রোববার (৩০ এপ্রিল) ঢাকায় ফিরছেন শাকিব খান। এসব ঘটনাকে তার বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্র’ হিসেবেই দেখছেন। তিনি এর মোকাবেলা করবেন। এ কারণে সোমবার (১ মে) এফডিসির বাইরে সংবাদ সম্মেলন ডাকতে পারেন শাকিব। সেখানে এসব ব্যাপারে বিস্তারিত কথা বলবেন এই ‘সুপারস্টার’।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।