প্রযোজক সমিতির অনুপস্থিতির কারণ জানালেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বাংলানিউজকে বললেন, ‘আমরা প্রযোজক সমিতির কোনো নেতাকে বলিনি।
এ ব্যাপারে প্রযোজক নেতা খোরশেদ আলম খশরু বাংলানিউজকে বলেন, ‘শাকিবের সঙ্গে আমার কথা হয়েছিলো তিনি পাবনায় শুটিংয়ে যাবার সময়। তখনও পরিচালক সমিতি শাকিবের নামে উকিল নোটিশ পাঠায়নি। তবে বিষয়টি আমি জানতে পারি শাকিবের মাধ্যমে। শাকিব আমাকে বলেছিলেন তার নামে পরিচালক সমিতি উকিল নোটিশ পাঠাচ্ছে। কিছুটা নালিশের সুরেই শাকিব বেশ কিছু কথা বলেছিলেন আমাকে। বিষয়টির সুন্দর সমাধানও করতে অনুরোধ করেন তিনি। আমরা কয়েকজন প্রযোজক ৩০ এপ্রিল রবিবার সকালে বসেছিলাম বিষয়টি নিয়ে। শাকিব পাবনা থেকে ফিরলে দুই পক্ষের সাথেই বসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ এতে কারো কোনো ক্ষতি হবে না। ক্ষতি যা হবার তা প্রযোজকদেরই হবে। যদিও আমাদের সমিতির এখনো কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। তাই অন্যভাবে আমাদেরকেই বিষয়টি নিয়ে এগোতে হচ্ছে। কে না জানে আমরা প্রযোজকেরা কোটি কোটি টাকা লগ্নি করেছি চলচ্চিত্রে। ’
আরেক প্রযোজক নাসির উদ্দিন দিলু বলেন, ‘চলচ্চিত্র দিনে দিনে রসাতলে যাচ্ছে, এটাই তার বড় প্রমাণ। কারণ দুই পক্ষই এখন নিজেদের কথা ভাবছেন। আত্মসম্মানে লাগছে সবার। কেউ কারো কাছে নত হবে না। কিন্তু একবারের জন্যও চিন্তা করছেন না, তাদের আত্মসম্মানের জন্য আজ ইন্ড্রাস্টির বারোটা বেজে যাচ্ছে। ক্ষতিতো তাদের হচ্ছে না। তারা চিন্তাই বা করবেন কেনো? ক্ষতি যা হবার তা তো প্রযোজকদেরই হচ্ছে। তাই বিষয়টি নিয়ে আমাদেরও মাথা ব্যাথা শুরু হয়েছে। শুনেছি পরিচালক সমিতিসহ আরো ১২টি সংগঠন ২৯ এপ্রিল বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলন করেছেন। তাব আমি এ বিষয়ে কিছু জানতাম না। এখন জেনেছি। সকালে বিষয়টি নিয়ে কয়েকজন প্রযোজক মিটিংও করেছি। দেখি কি করা যায়। ’
শাকিব খানের ছয় ছবির সফল প্রযোজক তাপসী ফারুক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। এর অবসান অতি দ্রুত কামনা করছি। কারণ বলতে গেলে বলতে হয়, এই শাকিব খানই গেলো ১০ বছর ধরে ইন্ড্রাস্টি ধরে রেখেছেন। তার কথায় যদি ভুলও হয়ে থাকে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত ইন্ড্রাস্ট্রির সকলের। মানুষ মাত্রই ভুল করে, তিনিও (শাকিব) যদি এরকম কোনো মন্তব্য করেও থাকেন সেটা তার ভুল হয়েছে। আর মানুষের ভুল মানুষই ক্ষমা করে। আবার শাকিব খানকেও আমি আমার প্রডাকশনের একমাত্র নায়ক হিসেবে বলতে চাই, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারাই আপনাকে আজ বিশ্বের দরবারে তুলে ধরেছেন, পরিচিত করেছেন। যদি কিছু বলেও থাকেন তাহলে তাদের কাছে সরি বলে ঘরের ছেলে ঘরে থাকেন। আর যদি বাইরে গিয়ে সুমান অর্জন করতে পারেন সেটা শুধু আপনারই নয়, এদেশের পরিচালকদেরও সুনামের ব্যাপার। আমি আশা করছি, তারা আপনাকে ক্ষমা করে দেবেন। কারণ তিল তিল করে যে শাকিব খানকে তারা তৈরি করেছেন সেই শাকিব খানের ধ্বংস অবশ্যই তারা চান না। চাইতে পারেন না। এটা নিছক একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পিএএস/এসও