ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী টু’ দেখতে গিয়ে এ কি কাণ্ড হলো?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
‘বাহুবলী টু’ দেখতে গিয়ে এ কি কাণ্ড হলো? ‘বাহুবলী টু’ ছবির পোস্টার

কাটাপ্পা কেনো বাহুবলীকে মেরে ফেলেছেন? এই একটি প্রশ্নের উত্তরের জন্য দু’বছর ধরে অপেক্ষা করেছেন দর্শক। কিন্তু এই প্রশ্নের উত্তর যখন পেতে চলেছেন ঠিক তখনই গোলমাল হয়ে গেলো সবকিছু।

ছবি মুক্তির আগেই অগ্রিম বুকিং করে টিকেট কেটেছিলেন দর্শক। কিন্তু হল কর্তৃপক্ষের ভুলে উৎসাহটাই মাঠে মারা গেলো।

‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-এর প্রথম অংশের বদলে চালিয়ে দেওয়া হয়েছিলো শেষ অংশ।

সম্প্রতি বেঙ্গালুরুর এরিনা শপিং সেন্টারের পিভিআর সিনেমা হলে এমনটাই ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) প্রেক্ষাগৃহে নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিলো ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। দর্শকরাও প্রবল আগ্রহ নিয়ে ছবিটি দেখতে শুরু করেন। কিন্তু তারা বুঝতেও পারেননি যা চলছে তা আসলে ছবির শেষাংশ। ক্লাইম্যাক্সে পৌঁছে তাদের ভুল ভাঙে। টনক নড়ে হল কর্তৃপক্ষেরও।

এখানেই শেষ নয়, এ ঘটনার পর হলের বাহিরে বিক্ষোভ শুরু করেন দর্শকরা। পরে দর্শকদের দাবি মেনে আবার প্রথম থেকে ছবি দেখানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।