ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সবুজ সংকেতের অপেক্ষায় শাওন ও মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
সবুজ সংকেতের অপেক্ষায় শাওন ও মাহি মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি

হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে গেলো বছর মুক্তি পেয়েছিলো 'কৃষ্ণপক্ষ' ছবিটি। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার অভিনয় সর্বস্তরে প্রসংশিত হয়েছিলো। এরই ধারাবাহিকতায় আবারো এই নির্মাতা আরেকটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ‘নক্ষত্রের রাত’ নামের ছবিতেও থাকছেন মাহি।

গেলো জানুয়ারিতে মেহের আফরোজ শাওন জানিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তার নতুন ছবির শুটিং শুরু হবে। কিন্তু আজও ছবিটির শুটিংয়ে যেতে পারেননি।

তিনি আরো জানিয়েছিলেন শুধু মাহিই নয়, ‘নক্ষত্রের রাত’-এর বেশির ভাগ শিল্পীই চূড়ান্ত হয়েছে। মাহি ছাড়া অভিনয় করার কথা শক্তিমান খল অভিনেতা মিশা সওদাগরের। তিনি (মিশা) চুক্তিবদ্ধও হয়েছিলেন বলে বাংলানিউজকে জানিয়েছিলেন মিশা নিজেই। শাওনের আগের ছবি ‘কৃষ্ণপক্ষ’র নায়ক রিয়াজ নয়, ‘নক্ষত্রের রাত’-এ মাহির বিপরীতে অভিনয় করবেন রিয়েলিটি শো ‘ফেয়ার হ্যান্ডসাম’ বিজয়ী বাঁধন।

''আরো আগেই ‘নক্ষত্রের রাত’-এর শুটিং শুরু হতো। প্রি-প্রডাকশনের কাজ শেষ হয়েছে। কিন্তু কিছু জটিলতার কারণে এখনো শুটিংয়ে যেতে পারিনি। কারণ ‘নক্ষত্রের রাত’-এর প্রায় সত্তর ভাগ কাজ হবে আমেরিকাতে। তাই পারমিশনের একটা ব্যাপার রয়েছে। এবং ভিসা জনিত কিছু কারণ রয়েছে। কিছুদিনের মধ্যেই এসব জটিলতার অবসান ঘটবে বলে আশা করছি। এখন বলতে পারেন গ্রীন সিগনালের অপেক্ষায় রয়েছি। সিগনাল পেলেই শুটিংয়ে যাবো। '' ৩০ এপ্রিল বিকেলে বাংলানিউজকে এমনটাই বলছিলেন মেহের আফরোজ শাওন।

এদিকে মাহিয়া মাহি এখন ব্যস্ত রয়েছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’সহ বেশ কয়েকটি ছবির শুটিংয়ে। অন্যদিকে মিশা সওদাগর ব্যস্ত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। আগামী ৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। এতে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এর একটি প্যানেলে সভাপতি পদে লড়বেন মিশা সওদাগর। এ ছাড়া মিশা এখন কাজ করছেন সোহানুর রহমান সোহানের ‘জেদি’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, জি সরকারের ‘খোদার কসম'সহ আরো কয়েকটি ছবির।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পিএএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।