বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে কোলাকুলিও করেন শাকিব খান। এরই মধ্য দিয়ে 'সুপারস্টার'কে অপু বিশ্বাস ইস্যুর পর আবার সমঝোতা করতে দেখলেন ভক্তরা।
পরিচালক সমিতির এ বৈঠকে শাকিব খান তার আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের ১২টি সংগঠনের নেতারা।
এ সময় চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমরা তো একই পরিবারের সদস্য। চলচ্চিত্রের স্বার্থে আমাদের একসঙ্গেই থাকতে হবে। তাই নিজেদের ভেতরের সমস্যাগুলো মিটিয়ে ফেলা ভালো। ’ এ সময় অভিনেতা সোহেল রানাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
শাকিব খান বলেন, ‘আমার মানসিক অবস্থা ভালো না থাকায় সেদিন আমি আপত্তিকর মন্তব্য করেছিলাম। যেটা করা আমার ঠিক হয়নি। ’
২৯ এপ্রিল বিকেল পাঁচটায় এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খানকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়।
ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকনসহ ১২টি সংগঠনের সভাপতিরা।
এদিকে ১ মে দুপুরে এফডিসিতে আরেকটি সভা হবে। চলচ্চিত্রের সংগঠনগুলোর নেতাদের উপস্থিতিতে এখানে আরও কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, মে০১, ২০১৭
এসও