ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১০০ প্লাস্টিক সার্জারির কারণে মডেলের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, মে ২, ২০১৭
১০০ প্লাস্টিক সার্জারির কারণে মডেলের মৃত্যু ক্রিস্টিয়ানা মার্তেলি (ছবি: সংগৃহীত)

প্লাস্টিক সার্জারির নেশার জন্য বিখ্যাত ছিলেন ইতালিয় মডেল ক্রিস্টিয়ানা মার্তেলি। আর সেই কারণই মৃত্যু ডেকে আনল তার। সোমবার (১ মে) না ফেরার দেশে চলে গেছেন ২৩ বছর বয়সী এই মডেল।

১৭ বছরে প্রথম প্লাস্টিক সার্জারি করান ক্রিস্টিয়ানা। শরীরের বিভিন্ন জায়গায় ১০০ বারের বেশি প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি।

যার ফলে তার চেহারা অস্বাভাবিক হতে থাকে। এ কারণে ফের প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মারা যান তিনি।

তবে বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অতিরিক্ত প্লাস্টিক সার্জারি করায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ক্রিস্টিয়ানা।

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে নিজের ওয়েবসাইটে ক্রিস্টিয়ানা জানিয়েছিলেন, এই সার্জারিই তার নেশা ও সখ। নিজের শরীরকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্যই না-কি এসব করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।