যেখানে দেখা যাচ্ছে, রায়ান নামে কাজলের এক বন্ধু একটি বিশেষ খাবার তৈরি করেছিলো তার জন্য। কাজল সেই খাবারটির নাম জানতে চাইলে রায়ান জানান, এটি গরুর মাংসের তৈরি একটি খাবার।
এরপর টুইটারে তিনি জানান, ‘কোথাও একটা সংযোগের অভাব হচ্ছে। আমার বন্ধু গরুর মাংসের কথা বলেছিলো ঠিকই, কিন্তু ওই খাবারটিতে গরুর মাংস ছিলো না, সেটি আসলে মহিষের মাংস। আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, কারণ ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত করতে চাই না। এটি আমার উদ্দেশ্য ছিলো না। ’’
কাজলের টুইটার থেকে ডিলিট করে দেওয়া সেই ভিডিও
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০২, ২০১৭
বিএসকে