ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী টু’র অজানা তথ্য

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ২, ২০১৭
‘বাহুবলী টু’র অজানা তথ্য ‘বাহুবলী টু’ ছবির পোস্টার

একের পর এক রেকর্ড ভেঙে চলছে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। ইতিমধ্যে ৫৪০ কোটি রুপি আয় করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে ছবিটি।

শুধু ভারতে নয় মার্কিন মুলুকেও চুটিয়ে ব্যবসা করেছে ছবিটি। এমা ওয়াটসন ও টম হ্যাঙ্কসদের মতো তারকার ছবিকে পেছনে ফেলে তৃতীয় স্থানে রয়েছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।

তবে, এই ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পরিচালক রাজামৌলির নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে ‘বাহুবলী টু’-এর সদস্যা। কিন্তু ছবিটি নিয়ে অনেক তথ্য রয়েছে যা এখনও হয়তো অজানা। চলুন জেনে নেওয়া যাক ‘বাহুবলী’র সিক্যুয়েল নিয়ে কিছু অজানা তথ্য—

** ‘বাহুবলী টু: দ্য কনক্ল্যুশন’ হলো প্রথম ভারতীয় ছবি যে ছবিটি ফোর কে হাই ডেফিনেশন ফরম্যাটে মুক্তি পেয়েছে।

মহিষমতী রাজত্বের সেট** এই ছবির জন্য সম্পূর্ণ মহিষমতী রাজত্বের সেট তৈরি করেছেন সাবু সাইরিল। প্রায় দু’হাজার কর্মী অক্লান্ত পরিশ্রম করে সেটটি নির্মাণ করেছেন।

** ‘বুক মাই শো’ অ্যাপের মতে ‘বাহুবলী টু’-এর মুক্তির আগে সম্পূর্ণ দেশে প্রতি সেকেন্ডে এই ছবির ১২টি করে টিকিট বিক্রি হয়েছে।

** সারা বিশ্বের সাড়ে ছয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এসএস রাজামৌলির পরিচালিত এই ছবি।

ভিএফএক্স শট** ছবিতে প্রায় আড়াই হাজার ভিএফএক্স শট রয়েছে। সারা পৃথিবীর সেরা ৩৫টি স্টুডিওতে সেই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে।

শারদ কলকর** বাহুবলীর সিক্যুয়েলের হিন্দি সংস্করণে ‘বাহুবলী’র চরিত্রের জন্য কণ্ঠস্বর দিয়েছেন টেলিভিশন তারকা শারদ কেলকর।

‘বাহুবলী টু’ ছবির দৃশ্য** এই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য খরচ করা হয়েছে ৩০ কোটি রুপি।

‘বাহুবলী টু’ ছবির দৃশ্য** ছবির বিভিন্ন চরিত্রের জন্য প্রায় দেড় হাজার অলঙ্কার তৈরি করা হয়েছিলো।

** বাহুবলীর জন্য গত পাঁচ বছর ধরে অন্য কোনও ছবিতে অভিনয় করতে পারেননি দক্ষিণী তারকা প্রভাস। বাহুবলী সিরিজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনও ছবিতে কাজ করতে পারবেন না তিনি। এমনই চুক্তি হয়েছে তার সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।