ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফেরদৌসের গল্পে কাদের অভিনয়?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
ফেরদৌসের গল্পে কাদের অভিনয়? ফেরদৌস, ছবি: সংগৃহীত

নিজের লেখা গল্পের নাটক বা টেলিছবিতে অভিনয় করেন না ফেরদৌস। অতীত ইতিহাস তেমনটিই বলছে। তবে জনপ্রিয় এই নায়কের গল্পে অন্য তারকাদের উপস্থিতি ঠিকই থাকে। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। 

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস নতুন একটি গল্প লিখেছেন। নাম দিয়েছেন ‘বনলতা তুমি কার’।

সঙ্গতকারণেই শিল্পী তালিকায় থাকছে চমক। এটি পরিচালনা করতে যাচ্ছেন আবির খান।  

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বাংলানিউজের সঙ্গে অালাপে  ফেরদৌস জানান, তার আগের তিনটি গল্পের নাটকে অভিনয় করেছিলেন পূর্ণিমা, রিয়াজ, নিরব, ইমন, সজল, তৌফিক প্রমুখ। ‘বনলতা তুমি কার’-এও তারকা শিল্পীরা থাকছেন। এ ক্ষেত্রে পূর্ণিমা, নিরব, ইমনের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন নির্মাতা। তবে কেউ চূড়ান্ত নন। এরই মধ্যে পূর্ণিমার আমেরিকায় যাওয়ার কথা। সে ক্ষেত্রে বদলে যেতে পারে শিল্পী তালিকা।  

পূর্ণিমা না থাকলে আরেকজন গুণী চিত্রনায়িকা যুক্ত হতে পারেন টেলিছবিটির সঙ্গে। এ ক্ষেত্রে আরেক চিত্রনায়ককে পাওয়া যাবে। নির্মাতা এ দু’জনের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। একটি বেসরকারি টিভির ঈদ আয়োজনে প্রচারের জন্য তৈরি করা হচ্ছে ‘বনলতা তুমি কার’।

টেলিছবির গল্প লেখার ব্যাপারে ফেরদৌস বাংলানিউজকে বললেন, ‘শত ব্যস্ততার মাঝেও অতীতে তিনটি গল্প লিখেছি। অভিজ্ঞতা মন্দ নয়। বরাবরের মতো এবারও আমি অভিনয় করছি না। ’ 

ফেরদৌসের লেখা গল্পে ২০১১ সালে প্রথম ‘লেট নাইট শো’ টেলিছবিটি প্রচার হয়। এতে অভিনয় করেছিলেন পূর্ণিমা, ইমন ও নিবর। এরপর ২০১৪ সালে ‘দ্বিধা দ্বন্দ্ব ভালোবাসা’ ও গত বছর ‘মেনি কুইন’ প্রচার হয়। এগুলোতে অভিনয় করেছিলেন যথাক্রমে রিয়াজ, নিপুন ও তৌফিক এবং পূর্ণিমা ও সজল।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘন্টা, মে ০৪, ২০১৭
পিএএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।