বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তিন প্যানেলের নেতা-কর্মীরা জোর প্রচারে নেমেছিলো। সেই অধ্যায় পেরিয়ে এখন ফল প্রকাশের পালা।
এবারের লড়াইয়ে আছেন ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল।
২১টি পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থী লড়ছেন এবার। সানী-অমিতের প্যানেল থেকে ২০, মিশা-জায়েদ খানের প্যানেল থেকে ২১, ড্যানি-কোবরার প্যানেল থেকে ১৪ জন ও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন দু’জন প্রার্থী।
এদিকে তিন প্যানেলের প্রধানদের মন্তব্য কিংবা ইশতেহারে প্রায় একই সুর পাওয়া গেছে। শিল্পীদের পাশে থাকার প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়েছেন তারা।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। তিনি জানান, এবার মোট ভোটারের সংখ্যা ৬২৪ জন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর রাতের মধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা হওয়ার কথা। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই মনে করছেন সবাই।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসও