ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিব কাকে ভোট দিলেন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মে ৫, ২০১৭
শাকিব কাকে ভোট দিলেন? ছবি: বাংলানিউজ

দু’ দফা দায়িত্ব পালন করেছেন। সভাপতি হিসেবে এখন আর শাকিব খানের নাম ব্যবহার করা হবে না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতা নির্বাচিত হতে যাচ্ছেন কয়েক ঘণ্টার মধ্যে। সেই নেতা  নির্বাচনে ভোট দিলেন স্বয়ং কিংখান। 

শুক্রবার (৫ মে) সকাল থেকে শুরু হওয়া ভোটযুদ্ধে প্রার্থী নয়, ভোটার হিসেবে শরিক হয়েছেন শাকিব। জুমার নামাজের পরপর এফডিসিতে আসেন জনপ্রিয় এই নায়ক।

খোশ মেজাজে প্রিয় প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি। এরপর ওমর সানী-অমিত হাসান প্যানেলের নেতাকর্মীদের সঙ্গে আড্ডায় যোগ দেন শাকিব।  

এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌস, মৌসুমী, ওমর সানীসহ আরও অনেকে। শাকিব আগেই জানিয়েছিলেন ওমর সানী-অমিত হাসান প্যানেলকে সমর্থন দেবেন তিনি। সেই হিসেবে সভাপতি হিসেবে এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানীকেই দেখতে চাইছেন শাকিব। আর সাধারণ সম্পাদক হিসেবেও নায়ক নিশ্চয়ই তারই সঙ্গে দায়িত্ব পালন করা অমিত হাসানকে চান!

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন। প্যালেন তিনটি হচ্ছে, ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসও /পিএএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।