এ প্রসঙ্গে পশ্চিমা একটি গণমাধ্যমে রাজামৌলি বলেন, ‘আমাদের ছবির বাজার রয়েছে। আমরা যদি আকর্ষণীয় গল্প ছাড়াই শুধু ব্যবসার জন্য ছবি নির্মাণ করি তাহলে সেটি সততার সঙ্গে নির্মাণ হবে না।
তিনি আরও বলেন, ‘ছবিটির গল্পে অনেক চ্যালেঞ্জ ছিলো। চরিত্র ও গল্প আমাদের পথ দেখিয়েছে। আমরা জানতাম একটি অঞ্চলে যথেষ্ট বাজার নেই। তাই আমরা গল্পটিকে সীমাবদ্ধ না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের বাজারটা বড় করতে চেয়েছি। এখন বাজার উন্মুক্ত ও আমাদের অনেক ভক্ত অনুসারি রয়েছে। আমরা আশা করিনি এতো আয় হবে। শুধু আয় না, ছবিটি ঘিরে এ রকম উন্মাদনাও অপ্রত্যাশিত। ’
গত ২৮ এপ্রিল মুক্তি পায় ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। মুক্তির পর একের পর এক রেকর্ড ভাঙা ছবিটি মাত্র ছয় দিনে আয় করেছে প্রায় ৮০০ কোটি রুপি।
এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামা কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
বিএসকে/এসও