৫ মে নির্বাচনের দিন ইচ্ছে থাকার পরও এফডিসিতে হাজির হতে পারেননি ‘আশিকি’র নায়িকা নুসরাত ফারিয়া। কারণ ওই দিন তিনি ছিলেন পরীক্ষার কক্ষে।
ফারিয়ার প্রত্যাশা নির্বাচিতরা শিল্পীদের কল্যাণে কাজ করবেন। দেশীয় ছবির স্বার্থে সবাই জোট বাঁধবেন।
৭ মে দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে ফারিয়া বললেন, ‘বেশ অপরাধবোধ কাজ করছিলো। ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারিনি। আমি মনে করি নির্বাচনের দিনটি ছিলো শিল্পীদের জন্য উৎসবের। সেই উৎসবে শরিক হতে পারিনি। এখন নিজেকে নিজেই সান্তনা দিচ্ছি। কারণ মনে মনে যেসব নেতা-নেত্রীকে চেয়েছিলাম তারা জয়ী হয়েছেন। এক দু’জন পারেননি। ’
নির্বাচনের প্রসঙ্গ ধরে ফারিয়া বাংলানিউজকে দিলেন নতুন তথ্য। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বাইরের ছবিতে অচিরেই যুক্ত হচ্ছেন তিনি। এরই মধ্যে নায়িকার হাতে এসেছে তিনটি গল্প। পছন্দ হলেই ফারিয়া রাজি হবেন। কেবল যৌথ বা দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি নয়, ফারিয়া প্রস্তাব পেয়েছেন ভারতীয় প্রডাকশনের ছবিতেও।
আলাপে জানালেন, জাজরে সঙ্গে তার চুক্তি শেষ হতে চলেছে। তবে বাইরের হাউসের ছবি করলেও জাজকে প্রাধান্য দেবেন। কারণ এই প্রতিষ্ঠানটি তাকে চলচ্চিত্রে এনেছে, দিয়েছে তারকাখ্যাতি।
ফারিয়া অভিনীত সবশেষ ছবি মুক্তি পেয়েছে পহেলা বৈশাখে। হাস্যরসাত্মক ‘ধ্যাৎতেরিকি’তে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২০১৭
পিএএস/এসও