ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কবিগুরুর জন্মজয়ন্তীতে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
কবিগুরুর জন্মজয়ন্তীতে… রবীন্দ্রনাথ ঠাকুর (ছবি: সংগৃহীত)

যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে ৮ মে থাকছে নানা আয়োজন। বিভিন্ন টিভি চ্যানেলে রয়েছে নানা স্বাদের অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম নাটক, সংগীতানুষ্ঠান, আড্ডা ও প্রামাণ্যচিত্র। বাংলানিউজের পাঠকদের জন্য কিছু বাছাই অনুষ্ঠানের খবর—
 

নাটক
চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘মানভঞ্জন’। নাহিদ আহমেদের পরিচালনায় অভিনয় করেছেন জিতু আহসান, ইশরাত জাহান, শর্মিমালা।

মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘মনিহারা’। আসিফ পিয়াল ও সাইমুন ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ। এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘মধ্যবর্তিনী’। শফিকুর রহমানের নাট্যরূপে পরিচালনা করেছেন বি ইউ শুভ। এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে রবীন্দ্রনাথের কবিতার অনুপ্রেরণায় নাটক ‘সাধারণ মেয়ে’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শামস সুমন, মুনমুন আহমেদ, হারুনুর রশীদ, মাজনুন মিজান। আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে থাকছে বিশেষ নাটক ‘তপস্বিনী’। সুমন আনোয়ারের পরিচালনায় অভিনয় করেছেন আফরান নিশো, মম। আলতাফ শাহনেওয়াজের চিত্রনাট্য ও শাহ্ জামান মিয়ার প্রযোজনায় রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিশেষ নাটক ‘মধ্যবর্তিনী’। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার ও মিম চৌধুরী।

সংগীত ও নৃত্যানুষ্ঠান
রাত ১০টায় চ্যানেল আইতে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান ‘রবির গানে ভিন শহরে’। মাছরাঙা টেলিভিশন দুপুর দেড়টায় প্রচারিত হবে কাদেরী কিবরিয়ার একক সংগীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’। একই চ্যানেলে রাত ১১টায় এই প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘রক উইথ রবীন্দ্রনাথ’। গান শোনাবেন শারমিন রমা, অপু, আর্নিক, আরিফ, নাউমি। এটিএনে রাত ১১টায় ‘কী সুর বাজে আমার প্রাণে’ অনুষ্ঠানে গান শোনাবেন শ্রেয়া গুহঠাকুরতা। এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয়জয়ন্তী’। রাত সাড়ে ১১টায় ‘একটুকু ছোঁয়া লাগে’। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, আসিফ, অমৃতাকে। দেশ টিভিতে বিকেল পাঁচটায় প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘নূপুর বেজে যায়’। শোনা যাবে দোহারের গান। রাত ৯টা ৪৫ মিনিটে মিউজিক্যাল লাইভ অনুষ্ঠান ‘চির নতুনেরে দিলো ডাক’ অনুষ্ঠানে গান শোনাবেন মহিউজ্জামান চৌধুরী ও অনিমা রায়।

সরাসরি
বিকেল সাড়ে চারটায় চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ১৭’।

অন্যান্য
এনটিভিতে বিকেল সাড়ে পাঁচটায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা’। অংশগ্রহণ করেছেন চাঁদনী, আনিসুর রহমান মিলন। আরটিভিতে ১১টা ২০ মিনিটে বিশেষ প্রামাণ্যচিত্র ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এতে রবীন্দ্রনাথের শৈশব, কৈশোর, শিক্ষাজীবন, জমিদারি দায়িত্ব, কবিতা, গান, নাটক, অভিনয়, নৃত্য, চিত্রশিল্পসহ তার জীবনের প্রতিটি অধ্যায় তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।