ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ক্যালকুলেটরের ভুল’, ফল অপরিবর্তিত, হাসলেন সানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মে ৯, ২০১৭
‘ক্যালকুলেটরের ভুল’, ফল অপরিবর্তিত, হাসলেন সানী ওমর সানী, ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট পুণর্গণনা ও ফল বাতিলের জন্য আবেদন করেছিলেন পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানী। ৯ মে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড। এর আগেই জানা গেছে, ‘ক্যালকুলেটর’-এর ভুলের কারণে ৯টি ভোট কম পেয়েছিলেন সানী, কিন্তু ফল অপরিবর্তিত থাকছে। এমন তথ্য জেনে হাসলেন অভিনেতা ওমর সানী। 

ওমর সানীর করা আবেদন আমলে নিয়ে সোমবার (৮ মে) দুপুরে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেয়। নতুন করে ভোট গণনায় পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানীর পক্ষে ৯টি ভোট বাড়ে।

তার ঘোষিত ভোটসংখ্যা ১৫৩ থেকে বেড়ে দাঁড়ায় ১৬২-তে।

এদিকে জয়ী সভাপতি প্রার্থী মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়েছেন। তাই ফল অপরিবর্তিতই থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

পুনরায় ভোট গণনার পর নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর জানিয়েছেন, ক্যালকুলেটরে হিসেব করায় ভুল হয়েছিলো। ওই দিন ভোট গণনার সময় যেসব কাগজে ওমর সানীর পাওয়া ভোটসংখ্যা লেখা হয়েছে, সংখ্যা ঠিকই আছে। কিন্তু সব পাতা থেকে মোট ভোটসংখ্যা ক্যালকুলেটরে যোগ করতে গিয়েই ভুলটি হয়েছিলো। নতুন করে গণনা করতে গিয়ে ভুল ধরা পড়েছে। প্রাথমিক গণনায় এ ধরনের ভুল কখনো কখনো হতেই পারে। তার দাবি, তাই বলে যে ভোট গণনায় কারচুপি হয়েছে, এটি ঠিক নয়। চূড়ান্ত ফলাফলের সব পাতায় ওমর সানীর দু’জন প্রতিনিধি মৌসুমী ও অমিত হাসানের স্বাক্ষরও আছে। তাদের ওপর যে দায়িত্ব ছিলো, তা সঠিকভাবে পালন করা হয়েছে বলেও মনে করে নির্বাচন কমিশন। এ অবস্থায় ফল বাতিল হওয়ার কোনো কারণ নেই।  

এদিকে ওমর সানীকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হবে মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায়। এ ব্যাপারে বাংলানিউজকে তিনি বললেন, ‘ডিজিটাল বাংলাদেশে ক্যালকুলেটরের ভুল হয়েছে, এটা মেনে নেওয়া কষ্টকর। আমার মতে, ৮ যোগ ৮ ষোলো হলে, কারো কারো বেলায় সেটা ঊনিশ হবে কেন? ষোলোই তো থাকবে! আমি অপেক্ষা করছি, সম্মানিত আপিল বোর্ড ও নির্বাচন কমিশন আমাকে লিখিত আকারে নতুন ফল জানাবেন। এরপর আমি উদ্যোগ নেবো। ’

অপরিবর্তিত ফল মেনে নেবেন? এমন প্রশ্নের উত্তরে সানী বলেন, ‘বিজয়ীদের মধ্যে অনেকে বলছেন আমি পাগলামি করছি, পরাজয় মেনে নিতে পারছি না। তাদের মনে করিয়ে দিতে চাই, ২৯ বছরের ইতিহাসে এই নির্বাচনে অনেকেই হেরেছে, আমিও একাধিকবার হেরেছি। কই, তখন তো আমি ফল বাতিল করতে আবেদন করিনি! এবারের ফল বেশ প্রশ্নবিদ্ধ, তাই হিসেব চেয়ে আবেদন করেছি। ’

সানী আরও বলেন, ‘নতুন ফল অপরিবর্তিত থাকলেও আমি নিজের সিদ্ধান্তে কিছু করছি না। চলচ্চিত্রে আমাদের অভিভাবকগণ রয়েছেন। নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, কবরী, আলমগীর, ববিতা, ফারুক, চম্পা প্রমুখ শিল্পীদের কাছে আমি পুরো বিষয়টি তুলে ধরবো। চলচ্চিত্রের স্বার্থে তারা যে নির্দেশ দেবেন, আমি সেটাই মেনে নেবো। ’

* আরও পড়ুন>>>
জয় ঠেকানোর জন্য একটি ছবির বাজেট খরচ করা হয়েছে: ওমর সানী

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।