ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতে পৌঁছালেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
ভারতে পৌঁছালেন জাস্টিন বিবার ছবি: সংগৃহীত

অবশেষে ভারত মাতাতে এসে পড়লেন জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সেখান থেকে হোটেল দ্য এসটি রেগিস যান তিনি। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের দেহরক্ষী শেরা।

‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে এসেছেন ২২ বছর বয়সী এই সংগীতশিল্পী। এটি বিবারের প্রথম ভারত সফর।

বুধবার (১০ মে) ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবেন কানাডিয়ান এই তারকা। দুপুর ২ টার দিকে খোলা হবে স্টেডিয়ামের গেট। এর দুই ঘণ্টা পর সেখানে পৌঁছাবেন ‘বেবি’খ্যাত এই তারকা। তবে, বিবারের পরিবেশনা শুরু হবে সন্ধ্যা ৭টা অথবা সাড়ে ৭টায়। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

এদিকে, বিবারের নিরাপত্তার কথা জানিয়ে নাভি মুম্বাইয়ের পুলিশ কমিশনার হেমান্ত নাগরালে জানান, ৫শ’ জন নিরাপত্তাকর্মী সবসময় মাঠে থাকবেন।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।