মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় হাবিবের গাওয়া ‘ঘুম’ গানের সাফল্য উদযাপন উপলক্ষে হাজির হয়েছিলেন সংগীতাঙ্গনের মানুষেরা।
আমন্ত্রিতদের মধ্যে অন্যতম শিল্পীর বাবা বিশিষ্ট পপতারকা ফেরদৌস ওয়াহিদ।
হাবিব তার বক্তৃতায় বলেন, “গান এখন ভিজ্যুয়াল কনটেন্ট। এটা অস্বীকার করার উপায় নেই। একই দামে অাপনি যদি ভাত ও বিরিয়ানি পান, তাহলে বিরিয়ানিই নেবেন। মিউজিক ভিডিওর বিষয়টিও এখন তাই। তা সত্বেও আমরা ‘ভিডিও মিউজিক’ বলিনা, বলি ‘মিউজিক ভিডিও’। অর্থাৎ গানটা আগে ভালো লাগতে হবে। তারপর ভিডিও। ”
হাবিব আরও জানান, ইউটিউবে একটি গান যখন অনেক বেশি দর্শক দেখেন বা কোটি ভিউ হয়, নিশ্চয়ই তাতে স্পেশাল কিছু থাকে, যা দর্শককে আকৃষ্ট করে।
‘ঘুম’-এর সাফল্য পার্টিতে উপস্থিত ছিলেন এর ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু ও গীতিকার সুহৃদ সুফিয়ান। অতিথিদের মধ্যে আরও ছিলেন শফিক তুহিন, জুয়েল মোর্শেদ, অদিত, আয়শা মনিকা, প্রতীক হাসান, প্রীতম হাসান, সিঁথি সাহা, সেলিম খান, ধ্রুব গুহ, শান, নির্ঝর চৌধুরী, বেলালসহ সংগীতাঙ্গনের অনেকেই। পুরো আয়োজনের সঞ্চালক ছিলেন নিরব খান।
* ‘ঘুম’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসও