ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাবিবের ‘ঘুম’ জড়ানো পার্টি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
হাবিবের ‘ঘুম’ জড়ানো পার্টি! ‘ঘুম’ নিয়ে কথা বলছেন হাবিব ওয়াহিদ (ছবি: সংগৃহীত)

‘আয়রে আমার চোখের কোনে তুই হয়ে যা ঘুম’— গানে গানে এই আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এটি তার সবশেষ প্রকাশিত গানের একটি লাইন। এই ‘ঘুম’কে প্রসঙ্গ করে একটি সান্ধ্য-আয়োজনে (পার্টি) প্রাণখুলে কথা বললেন হাবিব ও তার শুভানুধ্যায়ীরা।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় হাবিবের গাওয়া ‘ঘুম’ গানের সাফল্য উদযাপন উপলক্ষে হাজির হয়েছিলেন সংগীতাঙ্গনের মানুষেরা।  

আমন্ত্রিতদের মধ্যে অন্যতম শিল্পীর বাবা বিশিষ্ট পপতারকা ফেরদৌস ওয়াহিদ।

৩০ এপ্রিল সংগীতার ব্যানারে প্রকাশিত (এখন পর্যন্ত ভিউ ১৫ লক্ষের বেশি) ‘ঘুম’ গান সম্পর্কে তিনি বলেন, ‘গানটি বেশ ভালো লেগেছে’। রসিকতা করে তিনি আরও বলেন, ‘হাবিব যেভাবে অভিনয় শুরু করেছে, এটা রীতিমত আশঙ্কার বিষয়। ’

হাবিব তার বক্তৃতায় বলেন, “গান এখন ভিজ্যুয়াল কনটেন্ট। এটা অস্বীকার করার উপায় নেই। একই দামে অাপনি যদি ভাত ও বিরিয়ানি পান, তাহলে বিরিয়ানিই নেবেন। মিউজিক ভিডিওর বিষয়টিও এখন তাই। তা সত্বেও আমরা ‘ভিডিও মিউজিক’ বলিনা, বলি ‘মিউজিক ভিডিও’। অর্থাৎ গানটা আগে ভালো লাগতে হবে। তারপর ভিডিও। ”

হাবিব আরও জানান, ইউটিউবে একটি গান যখন অনেক বেশি দর্শক দেখেন বা কোটি ভিউ হয়, নিশ্চয়ই তাতে স্পেশাল কিছু থাকে, যা দর্শককে আকৃষ্ট করে।  

‘ঘুম’-এর সাফল্য পার্টিতে উপস্থিত ছিলেন এর ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু ও গীতিকার সুহৃদ সুফিয়ান। অতিথিদের মধ্যে আরও ছিলেন শফিক তুহিন, জুয়েল মোর্শেদ, অদিত, আয়শা মনিকা, প্রতীক হাসান, প্রীতম হাসান, সিঁথি সাহা, সেলিম খান, ধ্রুব গুহ, শান, নির্ঝর চৌধুরী, বেলালসহ সংগীতাঙ্গনের অনেকেই। পুরো আয়োজনের সঞ্চালক ছিলেন নিরব খান।  

* ‘ঘুম’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসও           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।