শ্যামল মাওলা, ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মা দিবস (রোববার) উপলক্ষে তৈরি হয়েছে একটি বিজ্ঞাপনচিত্র। এতে মডেল হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। দুই মিনিট ৪৬ সেকেণ্ডের পর্দা উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি।
শনিবার (১৩ মে) দুপুরে বাংলানিউজের সঙ্গে অালাপে শ্যামল বলেন, ‘সত্যি বলতে গেলে আমি নিজেকেই উপস্থাপন করেছি এখানে। আমি আমার মায়ের সঙ্গে যেভাবে কথা বলি, সেটাই দেখানো হয়েছে।
আবার ছেলের সঙ্গে যেমন করে বলি, তাও আছে। আমি ভাবতাম, মায়ের সঙ্গে যেভাবে কথা বলি এটাই স্বাভাবিক। কিন্তু টিভিসিটা করতে গিয়ে আমার উপলব্ধি বদলে গেছে, এটা ঠিক নয়। ব্যস্ত থাকার পরও মায়ের সঙ্গে আরেকটু ভালোভাবে কথা বলা উচিত। ’
শ্যামল জানান, মা ও সন্তানকে নিয়ে তিনি সুখী। তার ছেলের বয়স ৩ বছর। ওর নাম শ্রেয়ন মাওলা।
মা দিবস উপলক্ষে শ্যামল মাওলাকে নিয়ে বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন যুবরাজ খান। রাধুনীর এই টিভিসি অনলাইনে প্রকাশের পর থেকে ইতিবাচক মন্তব্য পাচ্ছেন শ্যামল। তিনি জানান, এটি তার জীবনে সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে।
* শ্যামল মাওলার সেই বিজ্ঞাপন:
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।